বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Publish Date: 26 Feb 2025 04:25:05 AM

বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজ দুপুর ২:০০ ঘটিকায় রাঙ্গামাটি  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে সেবামূলক প্রতিষ্ঠান ‘বাঁধন’ এর সাথে ছাত্রজীবনে তাঁর পথচলা ও বাঁধন এর সংবিধান রচনায় তাঁর সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ছাত্রজীবনে দায়িত্ববোধ ও নিজের সাথে আত্মিক টান থেকে বাঁধনের সাথে সম্পৃক্ত হয়েছি। ‘বাঁধন’ এর কার্যক্রমের সম্প্রসারণের ফলে আজ এই প্রত্যন্ত অঞ্চলেও ‘বাঁধন’ স্বমহিমায় কাজ করছে।

তিনি তাঁর বক্তব্যে মানুষের কল্যাণে রক্তদানে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালে রক্তদানকারী শহিদদের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ২০২৪ সালে এসে আমরা দেখেছি মানুষ দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে ও জীবন বদলানোর জন্য রক্ত দিয়েছে। একটা শোষণমুক্ত সমাজ নির্মাণের জন্য আমাদের প্রতিদিনকার আবহটা আমরা ইতিবাচক করতে চাই।          

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙ্গামাটি অফিসের সহকারী পরিচালক জনাব মোঃ রাজু আহমেদ। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর নবাগত সভাপতি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব প্রমিত রায়, নবাগত সাধারণ সম্পাদক ফিশরিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী জনাব নাজমুল হাসান,  বিদায়ী সভাপতি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব মেহের নিগার রিমি, বিদায়ী সাধারণ সম্পাদক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব আরিফুল ইসলাম এবং বাঁধন রাবিপ্রবি ইউনিটের অন্যান্য সদস্যদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।