All News
news

24 Sep 2025

রাবিপ্রবি’তে ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক এক সেমিনার আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি কর্মচারীদেরকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় যথার্থতা, সুস্পষ্টতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখার জন্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস, আর্থিক বিধিবিধান বিষয়ে জ্ঞান অর্জন ও তা কর্মক্ষেত্রে প্রয়োগ করার আহবান জানান।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির ডিস্ট্রিক একাউন্ট এন্ড ফিন্যান্স অফিসার জনাব গিয়াসউদ্দীন চৌধুরী। তিনি আর্থিক ব্যবস্থাপনার মূল বিষয়সমূহ- পরিকল্পনা, বাজেট প্রণয়ন, সঞ্চয়, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, আয়কর ব্যবস্থাপনা, জেনারেল ফিন্যান্সিয়াল রুলস, রাষ্ট্রীয় ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ এবং এ চ্যালেঞ্জসমূহ উত্তরণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।

news

24 Sep 2025

মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

এসময় বিশেষ অতিথি হিসেবে ডগলাস এ কম্পেল ফাউন্ডেশন এর সভাপতি ভেনা: মুজিন সুনিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ভেনা: শ্রদ্ধা লংকার মহাথেরো এবং স্বাগত বক্তব্য রাখেন মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব অশোক কুমার চাকমা।

নবীনদের উদ্দেশ্য মাননীয় ভিসি বলেন, একজন শিক্ষার্থীর তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভংগি। শুধু একাডেমিক সার্টিফিকেট অর্জনে একজন শিক্ষার্থী জীবনে সাফল্য লাভ করতে পারেনা। সেজন্য তাকে এই তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে। সেই সাথে সফট স্কিল প্রতিটি শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সামনে নিজেদের রাঙামাটি এবং এই এলাকার কমিউনিটিদের এগিয়ে নিতে হলে তোমাদের মত নবীনদের অনেক দায়বদ্ধতা রয়েছে। নিজেদের মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে তোমাদের সামনে উচ্চ শিক্ষার দ্বারে পৌঁছাতে নিজেদেরকে তৈরি করতে হবে। সেজন্য সামর্থ্যের সবটুকু উজার করে দিতে হবে। নিজের শেকড়কে ভুলে গেলে চলবেনা। যে প্রতিষ্ঠান ও যে এলাকা তোমাদের বড় করে তুলেছে, সে প্রতিষ্ঠান ও এলাকাকে ভালবাসতে হবে এবং সেবার জন্য সেখানে ফিরে আসতে হবে। এছাড়া তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত তরুণরা যেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করে সে দিকে খেয়াল রাখার আহবান জানান।

news

22 Sep 2025

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নানজিং ফরেস্ট্রি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চীনের জিয়াংসু প্রদেশের নানজিং ফরেস্ট্রি বিশ্ববিদ্যালয়-এর মধ্যে আজ ২১ সেপ্টেম্বর ২০২৫খ্রি: তারিখে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং নানজিং ফরেস্ট্রি বিশ্ববিদ্যালয়ের পক্ষে নানজিং ফরেস্ট্রি বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ লাইফ সায়েন্সের ডীন প্রফেসর ড. ফুয়ুয়ান ঝু (Prof. Dr. Fuyuan Zhu) স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনায় সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও ডক্টরেট পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গবেষণা ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও দুই বিশ্ববিদ্যালয়ে সায়েন্টিফিক কনফারেন্স আয়োজন, গবেষণা প্রকল্প মূল্যায়ন ও পর্যালোচনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

এ সমঝোতা স্মারক আগামী ৩ বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয় বিশ্ববিদ্যালয়ের সম্মতিক্রমে এর মেয়াদ নবায়ন করা যাবে।

news

21 Sep 2025

রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৮ম সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৮ম সভা আজ ২০/০৯/২০২৫ তারিখ রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

মাননীয় ভাইস-চ্যান্সেলর রিজেন্ট বোর্ডের সভার শুরুতে স্বশরীরে উপস্থিত এবং অনলাইনে সংযুক্ত রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সভার শুরুতে ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান পরবর্তীতে বিগত নয় মাসে রাবিপ্রবি’র চলমান ও ইতোমধ্যে সম্পাদিত গুরুত্বপূর্ণ স্থাপনা ও উদ্যোগসমূহ তুলে ধরেন।

রিজেন্ট বোর্ডের ৮ম সভায় রিজেন্ট বোর্ডের ৭ম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ; একাডেমিক কাউন্সিলের ১৩তম সভার কার্যবিবরণী অনুমোদন; অর্থ কমিটির ৭ম সভার কার্যবিবরণী অনুমোদন; স্ট্যান্ডিং কমিটির (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী) সভার কার্যবিবরণী অনুমোদন; শিক্ষক ও কর্মচারীদের আপগ্রেডেশন অনুমোদন; শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী নিশ্চিতকরণ; প্রণয়নকৃত শিক্ষকদের চাকুরী নিশ্চিতকরণ নীতিমালা-২০২৫, ডিন’স এ্যাওয়ার্ড নীতিমালা-২০২৫, দেশ-বিদেশে সেমিনার/ সিম্পোজিয়াম/ কনফারেন্স/ ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য আর্থিক মঞ্জুরী/ অনুদান প্রদান নীতিমালা (সংশোধিত)-২০২৫, গবেষণা নীতিমালা-২০২৫ অনুমোদন; তদন্ত প্রতিবেদন; বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান সংক্রান্ত; বিভিন্ন বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে অবহিতকরণ; শিক্ষক-কর্মকর্তাদের দায়িত্বরত ছুটি, বহিঃবাংলাদেশ ছুটি ও শিক্ষাছুটি অনুমোদনের বিষয়ে অবহিতকরণ; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের গঠনতন্ত্র অনুমোদন এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট খোলার অনুমোদনের বিষয় অবহিতকরণসহ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য এ এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হয় এবং আলোচনার ভিত্তিতে অনুমোদন প্রদান করা হয়। এছাড়াও রিজেন্ট বোর্ডের সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা Q1 জার্নালে প্রকাশিত হলে উক্ত শিক্ষককে সম্মানী, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রিজেন্ট বোর্ড ৮ম ‍সভায় রিজেন্ট বোর্ডের সন্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা) জনাব তরফদার মোঃ আক্তার জামীল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ গবেষণাগার (বিসিএসআইআর), চট্টগ্রাম এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. সাইফুল ইসলাম, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম এর বিভাগীয় কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর্দাথ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. ইউনুছ আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, রাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ সাইদুল ইসলাম এবং রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (পারফর্মেন্স, উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখা) সচিব জনাব বদরুল হাসান লিটন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (ইনমাস) চট্টগ্রাম-এর পরিচালক ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পবিত্র কুমার ভট্টাচার্য্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন অনলাইনে সংযুক্ত ছিলেন।

news

18 Sep 2025

রাবিপ্রবি’তে শিক্ষকদের জন্য ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকদের জন্য ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ১২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নতির জন্য শিক্ষকবৃন্দকে শক্তভাবে মূল্যবোধ, নিয়ম ও শৃঙ্খলা  রক্ষায় কাজ করার আহবান জানান। আগামী ২০২৬ সালের জুন মাসের মধ্যে আমাদেরকে চারটি ভবন (প্রশাসনিক, একাডেমিক, ছাত্র ও ছাত্রী হল) হস্তান্তর করা হলে বিশ্ববিদ্যালয়ে আরো পরিবর্তন হবে। তিনি শিক্ষকবৃন্দকে এই প্রশিক্ষণ থেকে সফট স্কিল- উপস্থাপনা দক্ষতা, ব্যবস্থাপনাগত দক্ষতা, নেতৃত্বের দক্ষতা রপ্ত করে একাডেমিক লিডার হওয়ার আহবান জানান। তিনি প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দকে ডি-নথি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ দ্রুততার সাথে সম্পাদনের জন্য উৎসাহিত করেন।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার টু ইনোভেট (a2i) এর জুনিয়র কনসালটেন্ট জনাব মোঃ সাব্বির আহমেদ। তিনি ‘ডি-নথি’ সিস্টেমে আইডি খোলা থেকে নথি নম্বর প্রদান, উপস্থাপন ও অনুমোদনসহ দাপ্তরিক কাজে এর ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।

news

18 Sep 2025

রাবিপ্রবি’তে ‘অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মচারীদের (১৭-২০ গ্রেড) জন্য ‘অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন’ বিষয়ক কর্মশালা আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বুধবার বিকাল ০৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি কর্মচারীদেরকে বাস্তব ও কর্ম জীবনের বিভিন্ন উদাহরণ দিয়ে সময় ব্যবস্থাপনা, যোগাযোগ, শ্রবণ, বিশ্লেষণী, লেখনী ও অনুধাবনের দক্ষতা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি কর্মজীবনের উন্নয়নের জন্য সবাইকে প্রতিনিয়ত নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার বিষয়ে আলোচনা করেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, কর্মক্ষেত্রে বিশ্লেষণী দক্ষতাকে কাজে লাগিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিবেশ ও পরিস্থিতি যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।

news

18 Sep 2025

রাবিপ্রবি’র মাস্টার প্ল্যানের চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রীঃ তারিখ বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় প্রশাসনিক ভবন-১ এর  সম্মেলন কক্ষে রাবিপ্রবি’র মাস্টার প্ল্যানের চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর।

এছাড়া ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রহিম উদ্দীন, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামশেদ আলম পাটোয়ারী, রাবিপ্রবি'র বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যানগণ,  শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী জনাব বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, রাঙ্গামাটি, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর টিম লিডার জনাব মুকতাসিন মাহমুদ খান, রাবিপ্রবি মাস্টার প্ল্যান কমিটির সদস্য প্রকৌশলী জনাব মো: দেলোয়ার হোসেনসহ রাবিপ্রবি'র বিভিন্ন বিভাগের শিক্ষক, রাবিপ্রবি'র প্রকৌশলীগণ, বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ এবং নির্মাণাধীন প্রশাসনিক, একাডেমিক, ছাত্র ও ছাত্রী হলের ঠিকাদার ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভায় রাবিপ্রবি ক্যাম্পাসের ‘মাস্টার প্ল্যান’ প্রকল্পের চূড়ান্ত থ্রি-ডি লে-আউটসহ একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র হল, ছাত্রী হলসহ যাবতীয় অবকাঠামো সম্পর্কে  পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন শেলটেক প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধিগণ। সভায় মাস্টার প্ল্যান অনুযায়ী ক্যাম্পাসে অবকাঠামো নির্মাণের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।

news

16 Sep 2025

রাবিপ্রবিতে ‘বিজয় স্মৃতিস্তম্ভ’ এবং প্রশাসনিক ভবন-১ এর ভার্টিকাল এক্সটেনশনের উদ্বোধন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ সোমবার দুপুর ১২:১৫ ঘটিকায় ‘বিজয় স্মৃতিস্তম্ভ’ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ভার্টিকাল এক্সটেনশনের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাবিপ্রবি'র  মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশের গৌরবময় ইতিহাস-১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ, লালন ও বহন করার প্রত্যয়ে নির্মিত ‘বিজয় স্মৃতিস্তম্ভ’ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ভার্টিকাল এক্সটেনশনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশের অনুষ্ঠানে শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিগণ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং ‘বিজয় স্মৃতিস্তম্ভ’ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ভার্টিকাল এক্সটেনশনের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ মহোদয় বলেন, একজন সুদক্ষ  ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে এ বিশ্ববিদ্যালয় যেভাবে এগিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভ, প্রশাসনিক ভবনের ভার্টিকাল এক্সটেনশন, অন্যান্য অবকাঠামোগত যেসব উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে সবগুলো কাজই খু্ব গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। তিনি আরোও বলেন, এই বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিকে পৃথিবীর সর্বত্র পরিচয় করিয়ে দেবে এবং যেহেতু রাঙ্গামাটি একটি সৌন্দর্যমন্ডিত পাহাড়ী এলাকা ও টুরিস্ট স্পট সেখানে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাঙ্গামাটিকে আরো গৌরবময় করে তুলবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ হতে তিনি রাবিপ্রবি’কে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে ধারণ করে সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে এবং এক্ষেত্রে কমিশনের সহযোগিতা ও সদিচ্ছার কোন ঘাটতি থাকবেনা।

মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, আজকে এই উদ্বোধন হওয়া বিজয় স্মৃতিস্তম্ভ যা ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগকে প্রতিফলিত করে; আশা করছি সারা দেশের মানুষের কাছে এটি সমাদৃত হবে । রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ ইতোমধ্যে নান্দনিকতার জন্য প্রশংসিত হয়েছে। শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা থাকবে তারা যেকোনো সময় তাদের যৌক্তিক দাবির সমাহার পেশ করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা একাত্ম হয়ে কাজ করবে। আজকে বিজয় স্মৃতিস্তম্ভ ও প্রশাসনিক ভবন-১ ঊর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের জন্য যারা নিরলসভাবে কাজ করেছেন তারাও প্রশংসার দাবিদার।

তিনি বলেন, কিছুদিন আগে ভিয়েতনামের হো চি মিন সিটি ইন্ডাস্ট্রিয়াল বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারা গর্বের বিষয় ছিল। আগামী নভেম্বরে মালয়েশিয়ার University of Putra Malaysia (UPM) এর সাথে যৌথভাবে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকেরা দেখবে যে রাবিপ্রবি এটার কো-অর্গানাইজার। আমরা আশা রাখি ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা রাবিপ্রবির সাথে ইতোমধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়সহ নর্থ আমেরিকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা লাভের জন্য গমন করবে।

তিনি আরো বলেন, রাঙ্গামাটির পর্যটন শিল্পকে এগিয়ে নিতে আমরা ‘ট্যুরিজম হাব’ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে তা অন্তর্ভুক্ত করেছি। সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের জন্য ‘রিসার্চ এন্ড ইনোভেশন হাব’ হবে এবং আমরা ইতোমধ্যে হাব প্রতিষ্ঠায় প্রোজেক্ট হাতে নিয়েছি। আমাদের নতুন সময়ের দাবি হবে, আমরা পরস্পরের জন্যে সম্মান, মর্যাদা এবং দায়িত্ববোধের বাংলাদেশ তৈরি করবো; অসম্মান ও শক্তির বাংলাদেশ পরিত্যাগ করবো। তিনি বাংলাদেশকে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলার আহবান জানান।

রাঙ্গামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মৈত্রী রায়। বিশ্ববিদ্যালয়ের ডীনদের পক্ষে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, বিভাগীয় চেয়ারম্যানগণের পক্ষে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, কর্মকর্তাদের পক্ষে প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) এবং পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর, কর্মচারীদের পক্ষে অর্থ ও হিসাব দপ্তরের হিসাব সহকারী জনাব আসমা আক্তার বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব মো: নাফিজ মণ্ডল।

সুধী সমাবেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড.মুহাম্মদ রহিম উদ্দিন ও প্রক্টর জনাব সাদ্দাম হোসেন, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের পক্ষে ম্যানেজমেন্ট বিভাগের মো: কাউসার, সিএসই বিভাগের বিদর্শন চাকমা, এফইএস বিভাগের সঞ্চিতা চক্রবর্তী, টিএইচএম বিভাগের মেহেরুন নিগার রিমি ও এফএমআরটি বিভাগের রিফা তাসনিয়া নিকিতা বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, এ বিজয় স্মৃতিস্তম্ভ আজকের বাংলাদেশ বিনির্মাণে আত্মত্যাগ, ইতিহাস ও ঐক্যের প্রতীক হিসেবে রাবিপ্রবি'কে প্রতিনিধিত্ব করবে এবং চিরন্তন প্রেরণা যোগাবে। তারা বক্তব্যে রাবিপ্রবিকে সেশনজট মুক্ত, নান্দনিকতার ছোঁয়ায় রাঙ্গামাটির ট্যুরিস্ট স্পট হিসেবে সাজানো, গবেষণা ও জ্ঞান চর্চার পাশাপাশি বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টির মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার আহবান জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনসহ বিবিধ উন্নয়নমূলক কাজ করায় ভাইস-চ্যান্সেলর মহোদয়কে শিক্ষার্থীরা ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, ২০ মার্চ ২০২৫ তারিখে বিজয় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রশাসনিক ভবন-১ এর ভার্টিকাল এক্সটেনশনের কাজ শুরু হয় ।

news

09 Sep 2025

রাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের দুই উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয় আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ সকাল ১০ঃ০০ ঘটিকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সভায় রাবিপ্রবি স্থাপন শীর্ষক প্রকল্পের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি রাবিপ্রবিকে সামনে এগিয়ে নিতে মাননীয় উপদেষ্টাবৃন্দের সহযোগিতা কামনা করেন।

news

08 Sep 2025

রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘ব্যাংকিং সচেতনতা’ বিষয়ক কার্যক্রমের উদ্বোধন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘ব্যাংকিং সচেতনতা’ বিষয়ক কার্যক্রম আজ ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ রবিবার দুপুর ১২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন । তিনি স্বল্প সময়ের মধ্যে রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংকের ব্যাংকিং সেবা কার্যক্রম প্রচারের আয়োজন করা এবং রাবিপ্রবি'র অগ্রযাত্রায় পূবালী ব্যাংকের একাত্মতা প্রকাশ করায় পূবালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি রাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য বছরে দুইবার walk in interview আয়োজন করার আহবান জানান যার মাধ্যমে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পূবালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক ও ডিভিশনাল হেড (এডিসি ডিভিশন) জনাব মোঃ রবিউল আলম বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আধুনিক প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে ম্যানুয়াল ব্যাংকিং থেকে ফোর্থ জেনারেশন তথা অ্যাপস ভিত্তিক ব্যাংকিং এ রুপান্তরের বিষয়ে বিশদ আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদেরকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উত্‌সাহ প্রদান করেন এবং শিক্ষার্থীদের স্বপ্নপূরণ সঞ্চয়ী স্কিম খোলার আহবান জানান, যার মাধ্যমে শিক্ষার্থীরা যেকোন পরিমান অর্থ জমা করতে পারবে। এছাড়াও তিনি পূবালী ব্যাংকে বিদ্যমান ডুয়েল কারেন্সি ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, গ্রিন ব্যাংকিং তথা ক্যাশলেস লেনদেন, পেনশন স্কিম, সিনিয়র সিটিজেন পূবালী ডিপোজিট স্কিম, প্রি ফেরন এডুকেশন লোন, টিচার্স লোন, পূবালী আবাসন লোন, কার লোনসহ বিভিন্ন সঞ্চয়ী স্কিম, গ্রাহকদের তথ্য সুরক্ষায় পূবালী ব্যাংকের  সাইবার সিকিউরিটি ব্যবস্থা অন্যান্য ব্যাংকিং সেবা সম্পর্কে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে পূবালী ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (চট্টগ্রাম) জনাব মোঃ আক্তারুজ্জামান সরকার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের সকল ডীন বক্তব্য রাখেন। এছাড়াও পূবালী ব্যাংকের রাঙ্গামাটি শাখা ব্যবস্থাপক জনাব মোঃ সাইফুল ইসলাম, পূবালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপিস্থত ছিলেন।

আলোচনা সভা শেষে ‘ব্যাংকিং সচেতনতা’ বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি কর্তৃক স্থাপিত অস্থায়ী ব্যাংকিং বুথ এর শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়। উক্ত ব্যাংকিং বুথ হতে রাবিপ্রবি’র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ মোবাইল অ্যাপ ব্যবহার করে সেলফ রেজিস্ট্রেশনের এবং e-kyc-র মাধ্যমে ব্যাংক হিসাব খোলাসহ নানা ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। রাবিপ্রবি’তে পূবালী ব্যাংক পিএলসি’র অস্থায়ী ব্যাংকিং বুথের এই কার্যক্রম ০৮/০৯/২০২৫ হতে ১১/০৯/২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

news

08 Sep 2025

রাবিপ্রবি'র অর্থ কমিটির ৭ম সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৭ম সভা আজ ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ শুক্রবার সকাল ১১:৩০ ঘটিকায় রাবিপ্রবি'র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৭ম সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অত্যাবশ্যকীয় কিছু নীতিমালা এ সভায় উপস্থাপন করা হয়। সভায় ষষ্ঠ সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। উত্থাপিত নীতিমালগুলো হলো: সম্মানী/অধিকাল ভাতার হার নির্ধারণ সংক্রান্ত নীতিমালা (সংশোধিত)-২০২৫; পেটিক্যাশ নীতিমালা-২০২৫; অবসর ভাতা ও আনুতোষিক সংবিধি নীতিমালা-২০২৫; রিজার্ভ ফান্ড ব্যবহার নীতিমালা-২০২৫; মাসিক দায়িত্ব ভাতা নীতিমালা-২০২৫; চিকিৎসা ঋণ প্রদান নীতিমালা-২০২৫; বিশ্ববিদ্যালয়ের পরিবহন নীতিমালা (সংশোধিত) -২০২৫ এবং আর্থিক ক্ষমতা (সিগনেটরি) অনুমোদন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সংশোধন পূর্বক নীতিমালাসমূহ অনুমোদন প্রদান করা হয়।

সভায় অর্থ কমিটির সদস্য হিসেবে রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য ও রিস্টেক প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ সাইদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ জুনাইদ কবির উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বাজেট অধিশাখা) ও রাবিপ্রবি অর্থ কমিটির সদস্য ড. মোর্শেদা আক্তার অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন। এছাড়াও অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক জনাব এস. এম. রেজাউর রহমান ও সহকারী পরিচালক জনাব রাসকিন চাকমাসহ হিসাব দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

news

08 Sep 2025

রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১৩ তম সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩ তম সভা রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে আজ ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

একাডেমিক কাউন্সিলের অদ্যকার ১৩ তম সভার শুরুতে পূর্ববর্তী ১২ তম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। সভায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের পাঠ্যক্রমে OBE কারিকুলাম অন্তর্ভুক্তি,  ফিল্ড ট্রিপ কোর্সের জন্য বাজেট বরাদ্দ, গবেষণা ভাতা প্রদান, শ্রেণীকক্ষ বরাদ্দ; ফিশারিজ এন্ড মেরিন রির্সোসেস টেকনোলজি বিভাগের সিলেবাস পরিবর্তন, কারিকুলামে ইর্ন্টানশীপ ও থিসিস কোর্সের সংযুক্তি; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিলেবাস সক্রান্ত বিষয়সমূহ আলোচনা পূর্বক অনুমোদন প্রদান করা হয়। এছাড়া ‘Centre For Innovation and Entrepreneurship’ প্রতিষ্ঠা ও চালু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় অনুমোদন প্রদান করা হয়। রাবিপ্রবি’তে পাঁচটি নতুন বিভাগ খোলার অনুমোদনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরিত পত্র, এমএসসি এবং এমবিএ প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা, বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক প্রতিনিধিকে রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনয়ন, তিনটি অনুষদের নির্বাহী কমিটি গঠন এবং সিএসই বিভাগ ও ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা কমিটি গঠনের বিষয়াদি একাডেমিক কাউন্সিলের সভায় অবহিত করা হয়।  

উক্ত একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন সদস্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মিনারেলস, জিওটেক ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রিন্সিপাল জিওলোজিস্ট ও বিভাগীয় প্রধান ড. মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, নদী উপকেন্দ্র, খেপুপাড়া, পটুয়াখালী এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ও সাবস্টেশন চীফ ড. মোহাম্মদ আশরাফুল হক। এসময় অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. ওয়াহিদা সুমী। এছাড়াও রাবিপ্রবি’র সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব আহমেদ ইমতিয়াজ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোসা. হাবিবা, ফিশারিজ এন্ড মেরিন রির্সোসেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাবিষয়ক পর্ষদ যেখানে আইন, সংবিধি, বিশ্ববিদ্যালয়ের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ, একাডেমিক বর্ষসূচী ও তৎসম্পর্কিত পরিকল্পনা প্রনয়ণ, শিক্ষা-প্রশিক্ষণ ও পরীক্ষার মান নির্ধারণ ও সংরক্ষণের সংশ্লিষ্ট কার্যাদি তত্ত্বাবধান করে থাকে।