রাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

Publish Date: 02 Feb 2024 08:56:46 PM

রাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

রাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মশালা আজ সকাল ১০:০০ ঘটিকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ পরিচালক ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির ফোকাল পয়েন্ট জনাব মৌলি আজাদ। এছাড়া কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী সচিব (লিগ্যাল) ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট জনাব মোহাম্মদ শোয়াইব।
কর্মশালায় সঞ্চালনা করেন রাবিপ্রবি'র রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জনসংযোগ দপ্তর
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তারিখঃ ২/২/২০২৪ খ্রিঃ

 

Related Event