রাবিপ্রবিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
আজ ২১ মে ২০২৪ খ্রি: তারিখ রোজ মঙ্গলবার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০:৩০ ঘটিকায় মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এঁর নেতৃত্বে স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি উপলক্ষে র্যালি প্রশাসনিক ভবন ১ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে এসে শেষ হয়।
এরপর দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে দেশের ৬৪টা জেলা থেকে লোকজন অভ্যর্থনা জানাতে ঢাকা যায়। যতদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন তাঁকে যেন আজীবন প্রধানমন্ত্রী হিসেবে পাই। উনি যাতে এই বাংলাদেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলে তারপর যেন অবসর নেন। তিনি দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কষ্টকে সম্মান ও অভিবাদন জানিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, প্রধানমন্ত্রী স্বদেশে ফেরত আসায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হয়েছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সঠিক সময়ে দেশে ফেরত এসছেন এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন।