রাবিপ্রবি ও বেরোবি’র মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

Publish Date: 06 Jun 2024 06:35:00 PM

রাবিপ্রবি ও বেরোবি’র মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

রাবিপ্রবি ও বেরোবি’র মধ্যে সমঝোতা স্মারক চুক্তি
শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২:০০ ঘটিকায় রাবিপ্রবি’র বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষে সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার জনাব অনিল জীবন চাকমা সমঝোতা স্মারক বিনিময় করেন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিজনেস স্টাডি অনুষদের ডীন ড. মোঃ মতিউর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তাঁরা পরস্পরের সাথে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানে রাবিপ্রবি'র মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ডীন জনাব ধীমান শর্মা, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডীন ও সহকারী অধ্যাপক জনাব সূচনা আখতার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ নূরুজ্জামান, পরিকল্পনা ও ওয়ার্কস বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর, এপিএ ফোকাল পয়েন্ট ও এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার জনাব সেতু চাকমাসহ রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা, প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনসংযোগ দপ্তর
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তারিখঃ ০৬/০৬/২০২৪ খ্রিঃ

 

Related Event