Publish Date: 11 Dec 2025 08:46:54 AM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১০ ডিসেম্বর ২০২৫খ্রি. রোজ বুধবার দুপুর ১:০০ ঘটিকায় রিসোর্স ইনোভেশন সেন্টার (আরআইসি) এ ‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ স্থাপন করা হয়। এসময় রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এর চেয়ারম্যান ড. নিখিল চাকমা এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এর সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব উপস্থিত ছিলেন।
বিগত ৩ ডিসেম্বর ২০২৫খ্রি. তারিখে রাবিপ্রবি প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগকে মাননীয় ভাইস-চ্যান্সেলর একটি এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন হস্তান্তর করেন। এসময় অনলাইনে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার ২৮ নভেম্বর ২০২৫খ্রিঃ তারিখে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয় এবং এর প্রেক্ষিতে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) রাবিপ্রবিকে একটি এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিনটি প্রদান করে।
‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ স্থাপন করার সময় রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিনটির মাধ্যমে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় পুরো রাঙ্গামাটি শহর ও কাপ্তাই লেকের এয়ার কোয়ালিটির ডাটাবেইজ তৈরি করা সহজ হবে। রাবিপ্রবি’কে এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিনটি প্রদান করায় তিনি বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) কে ধন্যবাদ জানান।