রাবিপ্রবি’তে ‘ইউনিভার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

Publish Date: 14 Dec 2025 03:52:50 AM

রাবিপ্রবি’তে ‘ইউনিভার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্টার্টআপ হিসেবে তৈরির লক্ষ্যে স্টার্টআপ সম্পর্কিত প্রাথমিক প্রশিক্ষণ/মেন্টরিং প্রদানের জন্য বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA)’ প্রকল্পের উদ্যোগে সারাদেশব্যাপী চলমান “ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম (UAP) ২০২৫”-এর অংশ হিসেবে আজ ১১ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য জনাব সাইদুল ইসলাম, আইসিটি ডিভিশনের উপ-সচিব এবং আইডিয়া প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম খান। উক্ত আয়োজনে সমাপনী বক্তব্য রাখেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব ও আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মর্তুজা জুলকার নাঈন নোমান। আরো উপস্থিত ছিলেন বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান বলেন, স্টার্টআপের শুরুতে অনিশ্চয়তা থাকবে, কিন্তু অধিক মানুষকে সম্পৃক্ত করে তাদের কল্যাণে নৈতিকতা ঠিক রেখে কাজ করতে হবে। এতে স্টার্টআপে চমৎকার অগ্রগতি আসবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু চাকরির জন্য নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম বর্ষ থেকে নিজেকে তৈরি করবে। আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাই কাজ করবো এবং বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং করবো। শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে নেটওয়ার্কিং করতে হবে। শিক্ষার্থীরা আজকের এ স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে উদ্যোক্তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাসমূহ থেকে শিক্ষা নিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবে এ আশাবাদও তিনি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে “মাস্টারক্লাস সেশন” পরিচালনা করেন Pupil School Bus Ltd. এর ফাউন্ডার, সিইও ও চেয়ারম্যান মো. আবদুর রশিদ সোহাগ। এছাড়া, “পিচ ডেক তৈরির কৌশল” এবং “iDEA প্রি-সিড গ্র্যান্টে আবেদন করার পদ্ধতি” বিষয়ক বিশেষ সেশন পরিচালনা করেন আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক জনাব সিদ্ধার্থ গোস্বামী। iDEA প্রকল্পের অধীনে ইতোপূর্বে শিক্ষার্থীদের জন্য সারা দেশে পঁচিশটির অধিক বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারা দেশের উদ্যোক্তাদের স্টার্টআপ প্রতিষ্ঠায় অনুদান, প্রশিক্ষণ, মেন্টরিং, ফ্যাবল্যাব (Fablab), কো-ওয়ার্কিং স্পেস এবং নেটওয়ার্কিং এর সুবিধা প্রদান করে থাকে।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এর সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আরআইএমসি এর পরিচালক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। প্রশিক্ষণ শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, স্টার্টআপ (startup) হলো একটি নতুন ব্যবসায়িক উদ্যোগ যা একটি উদ্ভাবনী ধারণা, পণ্য বা সেবাকে কেন্দ্র করে গড়ে উঠে এবং দ্রুত বৃদ্ধির লক্ষে কাজ করে, যেখানে প্রচলিত ব্যবসার বাইরে গিয়ে কোনো নতুন সমস্যা সমাধান বা বাজারের চাহিদা পূরণের চেষ্টা করা হয়। এটি সাধারণত প্রযুক্তি-নির্ভর হয় এবং ছোট পরিসরে শুরু হলেও বড় সম্ভাবনার দিকে এগিয়ে যায়।