Publish Date: 14 Dec 2025 03:56:45 AM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (CAPS) এর মধ্যে ‘Clean Air for Good Health: Understanding our Environment’ শিরোনামে দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা আজ ১১ ডিসেম্বর ২০২৫খ্রি. রোজ বৃহস্পতিবার দুপুর ২:০০ ঘটিকায় প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে একটি কোলাবোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার দুইটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ক্ষেত্র- যৌথ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা, ক্লিন এয়ার ক্লাব প্রতিষ্ঠা, এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিনের তথ্য উপাত্ত বিনিময়, জলবায়ু পরিবর্তনে উপকূলীয় এলাকার পরিবেশ ও জনগোষ্ঠী নিয়ে গবেষণা, টেকনিক্যাল বায়ু দূষণ এবং জলবায়ু অভিযোজন বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, পরিচালকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিগত ২৮ নভেম্বর ২০২৫খ্রিঃ তারিখে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পর আজ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর পক্ষ থেকে রাবিপ্রবিকে প্রদানকৃত ‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ বিগত ১০ ডিসেম্বর ২০২৫খ্রি. রোজ বুধবার দুপুর ১:০০ ঘটিকায় রাবিপ্রবি রিসোর্স ইনোভেশন সেন্টার (আরআইসি) এ স্থাপন করা হয়।