Publish Date: 14 Dec 2025 04:00:54 AM
আজ ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৯:০০ ঘটিকায় আইসিডিডিআরবি' র সাসাকাওয়া অডিটোরিয়ামে "BBBS Annual Biorisk Conference 2025" অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডঃ এস এম এ ফায়েজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ শাহিনুল আলম, আইসিডিডিআরবি'র নির্বাহী পরিচালক ডঃ তাহমিদ আহমেদ, বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডঃ সাইফুর রহমান এবং বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির (বিবিবিএস) চেয়ারম্যান ডঃ আসাদুল গনিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক, গবেষক এবং চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
"Containment of AMR, Biohazardous waste management, Biosafety, Biosecurity and Biotechnology" শীর্ষক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ এস এম এ ফায়েজ বলেন, আগামী দিনে কোভিড-১৯ এর মতো মহামারী থেকে বাঁচতে আমাদেরকে গবেষণায় এবং মেডিকেল-হাসপাতালগুলোতে বায়োসেইফটি ইস্যুগুলোকে গুরুত্ব দিতে হবে।
কনফারেন্সে সভাপতি প্রফেসর ডঃ মোঃ আতিয়ার রহমান বাংলাদেশ বায়োসেইফটি এবং বায়োসিকিউরিটি সোসাইটির (বিবিবিএস) জৈব বর্জ্য ব্যবস্থাপনায় বিগত ১৫ বছরের ভূমিকা তুলে ধরেন এবং দেশের বিশ্ববিদ্যালয়সমূহে একাডেমিক কারিকুলামে বায়োসেইফটি এবং বায়োসিকিউরিটি ইস্যুগুলোকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করেন। একই সাথে তিনি বায়োসেইফটি এবং বায়োসিকিউরিটি পলিসি গাইডলাইন মেনে চলার ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগের উপর জোর প্রদান করেন। তিনি সম্মেলনে উপস্থিত সকল অতিথিদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডঃ তাহমিদ আহমেদ কলেরা ভ্যাকসিন এবং খাবার স্যালাইন তৈরিতে আইসিডিডিআরবি'র ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, আইসিডিডিআরবিসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে জৈব বর্জ্য ব্যবস্থাপনার সুনির্দিষ্ট পলিসি মেনে চলতে হবে এবং সে ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। ড.সাইফুর রহমান বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ বন, পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাস দেন।
বিবিবিএস ও বায়োসেইফটি অফিস, আইসিডিডিআরবি এ বার্ষিক কনফারেন্সের আয়োজন করে। যেখানে রাবিপ্রবি সহযোগী সংস্থাসমূহের মধ্যে অন্যতম ভূমিকা পালন করে।