রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৪ তম সভা অনুষ্ঠিত

Publish Date: 14 Dec 2025 10:44:05 AM

রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৪ তম সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৪ তম সভা রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে আজ ১৪ ডিসেম্বর ২০২৫খ্রিঃ তারিখ রোজ রবিবার দুপুর ২:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

একাডেমিক কাউন্সিলের সভার শুরুতে পূর্ববর্তী ১৩ তম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। আজকের অনুষ্ঠিত সভায় রাবিপ্রবি ২০২৬ সালের অফিস ও ক্লাস ছুটির তালিকা; ম্যানেজমেন্ট বিভাগের দুইটি মিডটার্ম পরীক্ষা গ্রহণের পদ্ধতি; ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের আসন্ন এম এস প্রোগ্রাম চালু ও ভর্তির হালনাগাদ, পাঠ্যক্রম কমিটি গঠন ও প্রণয়ন, Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের জন্য কক্ষ বরাদ্দ, বিভাগের জন্য ছাত্র উপদেষ্টা নিয়োগ এবং ফিশারিজ এন্ড মেরিন রির্সোসেস টেকনোলজি বিভাগের ট্যুর বাজেট সংশোধন, ট্যুরের ক্ষেত্রে টিএ/ ডিএ, এম.এস. প্রোগ্রাম চালুকরণ, ইন্টার্নশিপ ও এক্সটার্নশিপ বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। কাউন্সিলের সদস্যদের আলোচনাক্রমে সভায় উপস্থাপিত বিষয়সমূহ অনুমোদনের জন্য সিদ্ধান্ত প্রদান করা হয়।

এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের ইতোমধ্যে গৃহীত ও বাস্তবায়নাধীন প্রশাসনিক বিষয়সমুহ যথা - পিএইচডি প্রোগ্রাম চালুকরণ, স্নাতক প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য, রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন, বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা কমিটি গঠন- সম্পর্কে অবহিত করা হয়।

উক্ত একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইনে জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং সদস্যবৃন্দের মধ্যে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মিনারেলস, জিওটেক ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রিন্সিপাল জিওলোজিস্ট ও বিভাগীয় প্রধান ড. মোঃ মনিরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. ওয়াহিদা সুমী এবং বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (নদী উপকেন্দ্র) পটুয়াখালী এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ও সাবস্টেশন চীফ ড. মোহাম্মদ আশরাফুল হক। এছাড়াও সভায় সশরীরে একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান রাবিপ্রবি’র সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোসা. হাবিবা, ফিশারিজ এন্ড মেরিন রির্সোসেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা বিষয়ক পর্ষদ, যা বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, বিধি বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, একাডেমিক বর্ষসূচী ও তৎসম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন, শিক্ষা-প্রশিক্ষণ ও পরীক্ষার মান নির্ধারণ ও সংরক্ষণের সংশ্লিষ্ট কার্যাদি বিষয়ে তত্ত্বাবধান ও সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।