রাবিপ্রবি'তে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫’ উদযাপন

Publish Date: 15 Dec 2025 08:54:50 AM

রাবিপ্রবি'তে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫’ উদযাপন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৪ ডিসেম্বর ২০২৫খ্রি.তারিখে শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়। শহিদদের স্মরণে রাবিপ্রবি’র ক্যাম্পাসে অবস্থিত বিজয় স্মৃস্তিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী। এ অনুষ্ঠানে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান অনলাইনে সংযুক্ত ছিলেন। তিনি শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি শহিদ বুদ্ধিজীবীদের চেতনাকে প্রবহমান রাখার জন্য নতুন সম্ভাবনাময় এই বাংলাদেশে সুষ্ঠুধারার বুদ্ধিবৃত্তিকচর্চা ও গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মুহাম্মদ জুনাইদ কবির সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বিজয় স্মৃস্তিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।