রাবিপ্রবিতে ‘Research Collaboration’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Publish Date: 18 Dec 2025 03:11:12 AM

রাবিপ্রবিতে ‘Research Collaboration’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং রিসার্চ এন্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল (আরআইএমসি) এর উদ্যোগে ‘Research Collaboration’ বিষয়ক এক সেমিনার আজ ১৭/১২/২০২৫ তারিখ রোজ বুধবার দুপুর ২:০০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে আরআইএমসি এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুন সঞ্চালনা করেন এবং মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর জাপান, চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত দেশে যৌথ উদ্যোগে গবেষণার সুযোগ ও সম্ভাবনা সংক্রান্ত তথ্য তুলে ধরেন এবং উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করেন। দেশের একটি অনন্য বিশ্ববিদ্যালয় হিসেবে রাবিপ্রবি’র ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেন এবং বিজ্ঞান-প্রযুক্তি সহ অন্যান্য বিষয়ের সমন্বয়ে interdisciplinary গবেষণার উপর গুরুত্ব দেন; বিশেষত রিসার্চ ট্রান্সলেশন এর উপর গুরুত্ব আরোপ করেন।  

উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায়, কানাডার ‘ইউনিভার্সিটি অব উইন্ডসর’ এর প্রোজেক্ট কোলাবরেটর প্রফেসর ড. মোহাম্মদ হান্নান মিয়া ‘গ্লোবাল একাডেমিক কোলাবরেশন’ বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি রাবিপ্রবি’র শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী করার উদ্দেশ্যে কানাডার পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ইউনিভার্সিটি অব উইন্ডসর’ এ বিদ্যমান সুযোগ-সুবিধাদি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং রাবিপ্রবি’র সাথে কোলাবরেশনের মাধ্যমে টেকসই একাডেমিক পার্টনারশিপ গড়ে তোলা, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি ও গবেষণা জোরদার, গবেষণাভিত্তিক প্রশিক্ষণ, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপের সুযোগ ও আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বৈশ্বিক র‍্যাঙ্কিং এ রাবিপ্রবি’র অবস্থান উন্নীত করার সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

এসময় রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, প্রক্টর জনাব সাদ্দাম হোসেন, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, বিভাগীয় চেয়ারম্যান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, রিসার্চ কোলাবরেশন হচ্ছে পরিকল্পিতভাবে কোনো গবেষণা সংস্থার সাথে গবেষণা করা, যেখানে প্রয়োজনীয় পারস্পরিক জ্ঞান, দক্ষতা, ডেটা, অবকাঠামো ও অর্থায়নের বিষয়াদি অংশীদারিত্বের বিষয়গুলো জড়িত থাকে। এ অংশীদারিত্বমূলক গবেষণার গুণগত মান ও প্রভাব জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বেড়ে যায়।