রাবিপ্রবি’তে ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Publish Date: 04 Jan 2026 03:42:55 AM

রাবিপ্রবি’তে ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর আয়োজনে এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ এ বিজয়ী ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়। আজ বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ফেলো প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, আজকের দিনটি আমাদের জন্য একটি স্মরণীয় দিন। রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই এ অনুষ্ঠান তথা ক্যাম্পাসের প্রধান অতিথি। এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য ২০০১ সালে আইন তৈরি হলেও, ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। পর্যাপ্ত স্বদিচ্ছা ও পরিচর্চার ঘাটতি থাকায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সেভাবে হয়নি। ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পরপরই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক নম্বর বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে এবং আমি আশা রাখি একদিন এ বিশ্ববিদ্যালয় দেশের সেরা হবে। এখানে গবেষণা করার জন্য আছে অপার সম্ভাবনা, পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ গাছ-গাছড়া, মৎস্যসম্পদ, জিরো কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ এলাকা, পাহাড়, লেক এবং সুন্দর প্রকৃতি। এ বিশ্ববিদ্যালয়ে বায়োসায়েন্স কনফারেন্স এবং বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করায় শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চায় ভবিষ্যতে আরো উদ্বুদ্ধ হবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি আরো বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা করার অনুষঙ্গ ও বিজ্ঞানী হওয়ার আকাঙ্ক্ষা তৈরি করতে পারলে এ আয়োজন সার্থক হবে। শিক্ষার্থীরা আজকের অনুষ্ঠান আয়োজনকারী প্রতিষ্ঠান ‘বাংলাদেশ বিজ্ঞান একাডেমী’র বিখ্যাত বিজ্ঞানী ড. শমসের আলী ও ড. জামাল নজরুল ইসলাম এবং পঞ্চব্রীহি ধানের আবিস্কারক বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী’র মতো বিজ্ঞানীদের কাজ দেখে অনুপ্রাণিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ এ প্রাপ্ত মেডেলগুলো শিক্ষার্থীদেরকে এ পার্বত্য অঞ্চল থেকে একদিন নর্থ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে সহায়তা করবে। তিনি বিজ্ঞানভিত্তিক পড়াশুনার মাধ্যমে এ অঞ্চলের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য শিক্ষার্থীদেরকে আহবান করেন। তিনি বলেন, ‘এ বিজ্ঞান অলিম্পিয়াডটা আমাদের ছাত্রদের মনস্তাত্ত্বিক বিকাশের জন্যে, বিজ্ঞানকে ধারণ করবার জন্যে, বিজ্ঞানকে পৃষ্ঠপোষকতা দেবার জন্যে এবং সর্বোপরি বিজ্ঞানের মাধ্যমে এ দেশকে উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমরা এ আয়োজনটা করেছি।’ এছাড়াও তিনি এ অঞ্চলের স্কুল- কলেজের জন্য তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি মাধ্যমিক পর্যায়ে (স্কুল শাখা) বিজয়ী ১০ জন শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে (কলেজ) বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে সনদপত্র, মেডেল ও টি-শার্ট প্রদান করেন। বিজয়ী শিক্ষার্থীরা আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ এ অংশগ্রহণ করবেন। মাধ্যমিক পর্যায়ে (স্কুল শাখা) প্রথম থেকে দশম স্থান অধিকারী বিজয়ী ১০ জন শিক্ষার্থীদের নাম যথাক্রমে - লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ত্রিশিলা দাশ (১ম স্থান), লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ত্রাতুল চাকমা (২য় স্থান), লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের মোঃ রকিবুল হাসান-(৩য় স্থান), রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের তজিম চাকমা (৪র্থ স্থান), লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের আসমা খান (৫ম স্থান), রাঙ্গামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৌশিকি কুন্তলা (৬ষ্ঠ স্থান), লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের তাসমিয়া তাবাসসুম (৭ম স্থান), লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের মোঃ নাহিম নুর নাহিম (৮ম স্থান), শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়ুষ মহাজন (৯ম স্থান) এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের মোস্তাকিম হোসেইন (১০ম স্থান)। উচ্চ মাধ্যমিক পর্যায়ে (কলেজ শাখা) প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী বিজয়ী ৫ জন শিক্ষার্থীদের নাম যথাক্রমে - লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের রাফাতুল ফারিহা চারু (১ম স্থান), লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অর্কিট চাকমা (২য় স্থান), বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের ফারহান তানভির (৩য় স্থান), রাঙ্গামাটি সরকারী কলেজের মোঃ শামীম (৪র্থ স্থান) এবং লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সিয়াম আলদিন (৫ম স্থান)।

অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন এর চিত্র তুলে ধরে মাননীয় ভাইস-চ্যান্সেলর এবং শিক্ষার্থীদের বক্তব্য সম্বলিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মাননীয় ভাইস-চ্যান্সেলর ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক শিক্ষার্থী এবং রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ এর আয়োজন কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী; ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ এর আয়োজন কমিটির বিভাগীয় কো-অরডিনেটর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব আহমেদ ইমতিয়াজ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব রবিউল কাউসার এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী জনাব সঞ্চিতা চক্রবর্তী। এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব সাদ্দাম হোসেন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ এ রাঙ্গামাটি জেলার প্রায় ৩০ টির অধিক স্কুল ও কলেজ শাখা থেকে ২১৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। সকাল ১০:০০ ঘটিকা হতে দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ‘বিজ্ঞান অলিম্পিয়াডে’ স্কুল পর্যায় থেকে ১১৪ জন ও কলেজ পর্যায় থেকে ৪৩ জন সহ সর্বমোট ১৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকাল ৯:০০ ঘটিকায় রাবিপ্রবি ক্যাম্পাসে রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ এর র‍্যালি অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জাতীয় পতাকা ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর পতাকা উত্তোলনের মাধ্যমে বিজ্ঞান অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । র‍্যালি শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ একাডেমী অব সায়েন্সের বছর জুড়ে নানা আয়োজন চলে; রাঙ্গামাটি জেলার ছাত্র-ছাত্রীদেরকে আমরা কানেক্ট করে দিবো যাতে তারা বিজ্ঞান চর্চায় আরো বেশি আগ্রহী হতে পারে। আমরা প্রত্যাশা করি শিক্ষার্থীরা রাঙ্গামাটি জেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে বিজ্ঞান চর্চার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে।