রাবিপ্রবিতে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

Publish Date: 11 Jan 2026 06:35:53 AM

রাবিপ্রবিতে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ৮ জানুয়ারী ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের একুয়াটিক মাইক্রোবিয়াল ইকোলজি গ্রুপের উদ্যোগে “Application of GIS and Remote Sensing in Marine Scientific Research” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. মোঃ মিজানুর রহমান এবং কী-নোট স্পীকার হিসেবে অর্গানাইজেশন ফর ডিজেস্টার ম্যানেজমেন্ট সোসাইটি এর রির্সাচ অফিসার মোঃ লিওন হাসান উপস্থিত ছিলেন।

কী-নোট স্পীকার তাঁর উপস্থাপনায় উপস্থিত শিক্ষার্থীদের সমুদ্রে গবেষণা কাজে GIS এবং রিমোট সেন্সিং নিয়ে বিভিন্ন ধারণা দেন এবং মেরিন রিসোর্স নিয়ে গবেষণার সম্ভাবনা সমূহ তুলে ধরেন। এছাড়া সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ড. মোঃ ফখরুদ্দিন, প্রভাষক জনাব কেয়া চাকমা এবং জনাব সিফাতুন নূর উপস্থিত ছিলেন।

সেমিনারে রাবিপ্রবি ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের বিভিন্ন সেমিস্টারের প্রায় ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।