রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের পরিবেশ সংক্রান্ত জাতীয় সম্মেলনে যোগদান

Publish Date: 11 Jan 2026 06:44:27 AM

রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের পরিবেশ সংক্রান্ত জাতীয় সম্মেলনে যোগদান

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আজ ৯ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক জাতীয় সম্মেলনে যোগদান করেছেন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মহোদয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার।  

উক্ত দুই দিনব্যাপী সম্মেলনে মাননীয় ভাইস-চ্যান্সেলর যোগদানের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং সম্মেলনের কো-পার্টনার হিসেবে অংশগ্রহণ করেন এবং এর মাধ্যমে বাংলাদেশের পরিবেশ রক্ষার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক একাত্মতার তৈরি হলো।