Publish Date: 14 Jan 2026 03:12:59 AM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী "South Asian Regional Conference on the State of Higher Education and Future Pathway (SARCHE) 2026" শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান যোগদান করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ মহোদয়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। অন্যান্য অতিথিদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, সার্কভুক্ত দেশসমূহ থেকে আগত প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। এছাড়াও আরো বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জনাব জিন পেশমে (Jean Pesme) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীন।
উক্ত সম্মেলনটি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আজ ১৩ জানুয়ারি ২০২৬খ্রিঃ তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় শুরু হয় এবং আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সম্মেলনটি চলমান থাকবে। সম্মেলনটি Higher Education Acceleration and Transformation (HEAT) এবং World Bank এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। উক্ত সম্মেলনটি আয়োজনের লক্ষ্যসমূহ হলো- ঊচ্চ পর্যায়ের নীতিনির্ধারক, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, উন্নয়ন অংশীদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একত্রিত করে দক্ষিণ এশিয়া অঞ্চলে উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ, স্নাতকদের কর্মসংস্থান, উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তির মাধ্যমে উচ্চশিক্ষায় শিক্ষাগত সমাধান ও সহযোগিতামূলক পদ্ধতির উপর কৌশলগত আলোচনা করা। সম্মেলনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ও গবেষণার বর্তমান অবস্থা, মানোন্নয়নে করণীয়, পলিসি নির্ধারণ এবং বিশ্ববিদ্যালয়সমূহে সুশাসন নিশ্চিতকরণসহ বিবিধ বিষয়াদি সংক্রান্ত গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনের শেষে, দক্ষিণ এশীয় অঞ্চলে উচ্চশিক্ষার ভবিষ্যত গঠনের জন্য একটি সম্মিলিত আঞ্চলিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ঢাকা উচ্চশিক্ষা ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে।
মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এই অসাধারণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রধান উপদেষ্টা মহোদয় একটি বিষয়ে সবার মনোযোগ আকর্ষণ করেছেন তা হলো ২০২৪ এর জুলাই বিপ্লবে যে ছাত্রছাত্রীরা জীবন দিয়েছিলো তাদের উত্তরাধিকারীরা যে প্রশ্ন করবে তা হলো “হোয়াট ইজ এডুকেশন”?- যেখানে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য নিপীড়ক হয়, শিক্ষকরা যেখানে ফ্যাসিবাদী রেজিম তৈরি করবার সহযোগী হয়, সেরকম বাস্তবতায় আমাদের শিক্ষা দরকার কেন? এই শিক্ষা আমাদের জন্য সত্যিকার অর্থে কতটা অর্থবহ সেই প্রশ্ন ভবিষ্যতে ছাত্রছাত্রীরা করবে । আশা করি, আমরা সে প্রশ্নের উত্তর দেবার জন্য তৈরি থাকবো।