All News
news

25 May 2025

রাবিপ্রবি’তে Emotional intellligence and coordination skill : Inevitable needs for personnel management বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘Emotional intellligence and coordination skill : Inevitable needs for personnel management’ বিষয়ক সেমিনার আজ শনিবার ২৪ মে ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে  মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। সেমিনারে রাবিপ্রবি’র সকল বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

এছাড়া প্রশিক্ষণে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) জনাব সূচনা আখতার এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি) জনাব মাহবুব আরাসহ উপস্থিত ছিলেন।

news

20 May 2025

রাবিপ্রবি আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্সে বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভাল উপলক্ষে 'ডিবেট ফর সায়েন্স' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৮ মে) এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও চুয়েট ডিবেটিং সোসাইটি অংশগ্রহণ করে। এতে গৌরবের সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং রানারআপ হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। 

বিজয়ী দলের সদস্যরা হলেন- ইমরান হোসাইন ফাহিম, রেজওয়ানুল হক রাফি ও সাব্বির হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ও স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো তাদের বাগ্মিতা, বিশ্লেষণধর্মী কথার মাধ্যমে দক্ষতা প্রদর্শন করে। এতে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়। অভিজ্ঞ বিচারক এবং বিতার্কিক সমন্বিত বিচারক প্যানেল নিরপেক্ষতা এবং মানসম্মত বিচারকার্য পরিচালনা করেছেন।

প্রতিযোগীরা নিজেদের যুক্তি প্রদর্শনে নতুন নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে দর্শকমনে দাগ কাটেন। তাদের উদ্ভাবনী চিন্তা এবং যুক্তিভিত্তিক আলোচনা অনুষ্ঠানটিকে আরও জাঁকজমকপূর্ণ করে।

আয়োজকরা জানান, রাবিপ্রবি ক্যাম্পাসে এরকম বিতর্কের আয়োজন এটাই প্রথম তবে শিক্ষার্থীদের যুক্তিকুশলতা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে রাবিপ্রবির শিক্ষক, কর্মকতা, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

news

20 May 2025

রাবিপ্রবি’তে আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভালের (আইসিবিসি) তৃতীয় দিনের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত ও সমাপ্তি ঘোষণা

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস) এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভালের (আইসিবিসি) তৃতীয় দিনের টেকনিক্যাল সেশন আজ ১৮/০৫/২০২৫ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হতে শুরু হয় এবং বিকাল ০৫:৩০ ঘটিকা পর্যন্ত চলমান থাকে; অতঃপর এ কার্নিভালের সমাপ্তি ঘোষণা করা হয়।


উক্ত সেশনগুলো সকাল ৯:০০ থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত রাবিপ্রবি'র একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষ, কক্ষ নং ১০০১ ও ১০০২ এ নির্ধারিত প্রোগ্রামসুচি অনুযায়ী তিনটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। টেকনিক্যাল সেশনে কিনোট ও ইনভাইটেড স্পীচসহ সাতাশটি (২৭টি) গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

টেকনিক্যাল সেশনসমূহের চেয়ার ও কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটির সভাপতি ড. আসাদুল গণি; রাবিপ্রবি’র সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন জনাব ধীমান শর্মা ও রাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান ও রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব ইমতিয়াজ আহমেদ।

কনফারেন্সের শেষ দিনে Drug Discovery and Development; Alternative Medicine and Natural Products in Human, Animal and Environmental Health; AI and In Silico Biology - এই তিনটি মূল বিষয়ের উপর গবেষকবৃন্দ বিভিন্ন শিরোনামে প্রায় ২৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া কার্নিভালের শেষ দিনে 3 Minutes Presentation, Idea Contest, Debate for Science (Phase 1 & 2) এবং Moves and Motions of Traditional Healers - সেশনসমূহ অনুষ্ঠিত হয়।

এ আইসিবিসি কনফারেন্সের তৃতীয় দিনে গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি এবং স্বনামধন্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, রায় বাহাদুর রণদা প্রসাদ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি এর অধ্যাপক-গবেষক ও শিক্ষার্থীবৃন্দ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

কনফারেন্সের শেষ দিনে ঔষধের আবিষ্কার ও উন্নয়ন, ব্রেস্ট ও জরায়ু ক্যান্সার, পাটের আঁশে কীট-পতঙ্গ নিয়ন্ত্রণ, বাত রোগের বিকল্প- ভেষজ চিকিৎসা, ম্যাগনেটিক হাইপারথারমিয়া ট্রিটমেন্ট, এন্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স, সাতকড়া ফলের ফার্মাকোলজিকাল বৈশিষ্ট্য বিশ্লেষণ, অরেগানো চাষ, ভেষজ চিকিৎসায় পার্বত্য চট্টগ্রামের টক ফলের ব্যবহার, টেকসই কৃষি গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক প্রয়োগ, ফসলের রোগ নির্ণয়ে ডিপ লার্নিং মডেল প্রভৃতি বিষয়ে গবেষকবৃন্দ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

‘Moves and Motions of Traditional Healers’ সেশনে পার্বত্য অঞ্চলের তিনজন বনজ ঔষধের চিকিৎসক জনাব নিহার বিন্দু ত্রিপুরা, জনাব নবরাণী ত্রিপুরা ও জনাব সুগন্ধ তঞ্চঙ্গ্যা তাঁদের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি ও রোগের প্রকৃতি অনুসারে ভেষজ উপাদান এবং ভেষজ ঔষধ তৈরি করার প্রক্রিয়া তাদের নিজস্ব ভাষায় বর্ণনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা এই চিকিৎসা পদ্ধতি তাদের পূর্বপুরুষ থেকে বংশ পরস্পরায় শিখেছেন এবং তাদের পরবর্তী প্রজন্মকে শেখানোর মধ্য দিয়ে চিকিৎসার এ ধারাটিকে টিকিয়ে রাখতে চান; কারণ ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসার উপযোগিতা সমাজে এখনো বিদ্যমান বলে তারা মনে করেন।

কনফারেন্সের বিকালের সেশনে পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিটস প্রেজেন্টেশন, আইডিয়া কনটেস্ট এবং বির্তক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অধিকার করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ; থ্রী মিনিট প্রেজেন্টেশনে প্রথম স্থান অধিকার করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব জোবায়ের মাহতাব; আইডিয়া কনটেস্টে প্রথম স্থান অধিকার করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব হুযাইফা আহমেদ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইপ্সিতা চাকমা আইডিয়া কনটেস্টে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। বির্তক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বির্তক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বিজয়ী হয়। বির্তক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির জনাব ইমরান হোসেন ফাহিম শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়।

এ কনফারেন্সের সমাপনী দিনে বক্তব্য রাখেন বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটির সভাপতি ড. আসাদুল গণি। তিনি এ আয়োজনের ও ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান কনফারেন্সে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী এবং রাবিপ্রবি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পৃষ্ঠপোষক ও মিডিয়া পার্টনারদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কনফারেন্সে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী রাবিপ্রবি’র প্রায় চল্লিশ জনের অধিক শিক্ষার্থী এবং আইসিবিসির উপ-কমিটির সকল সদস্যদের নিরলসভাবে কাজ করায় বিশেষভাবে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের আরো বিজ্ঞানভিত্তিক তাত্ত্বিক ও প্রায়োগিক কনফারেন্স আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এ আন্তর্জাতিক কনফারেন্স রাবিপ্রবিকে উচ্চ পর্যায়ে নেয়ার সিঁড়ি রচনা করলো এবং এর মধ্য দিয়ে রাবিপ্রবি’র সাথে সারাদেশের গবেষণা প্রতিষ্ঠান ও গবেষকদের সাথে যে সেতুবন্ধন রচিত হলো তা পরবর্তীতে আরো সুদৃঢ় হবে ।

news

18 May 2025

রাবিপ্রবি’তে আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভালের (আইসিবিসি) ২য় দিনের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস) এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভাল (আইসিবিসি) এর দ্বিতীয় দিন ১৭/০৫/২০২৫ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হতে টেকনিক্যাল সেশন শুরু হয় এবং বিকাল ৩:৪৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উক্ত সেশনগুলো রাবিপ্রবি'র একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে, কক্ষ নং ১০০১ ও ১০০২ এ নির্ধারিত প্রোগ্রামসুচি অনুযায়ী ৩টি টেকনিক্যাল সেশন যথাক্রমে সকাল ৯:০০ থেকে ১০:৪০, ১১:০১ থেকে ১:০০ এবং ২:০১ থেকে বিকেল ৩:৪৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতি সেশনে কিনোট ও ইনভাইটেড স্পীচসহ প্রতি সেশনে ৭-১০টি করে গবেষণাপত্র উপস্থাপন করা হয়। অন্যদিকে ১২:০০টা থেকে ১:০০টা পর্যন্ত পোস্টার প্রদর্শিত হয় এবং নির্বাচকমন্ডলী সেগুলো মূল্যায়ন করেন।

টেকনিক্যাল সেশনসমূহের চেয়ার ও কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পরিচালক প্রফেসর ড. তোফাজ্জল ইসলাম ও প্রাণীসম্পদ বিভাগের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ বয়জার রহমান; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসাইন উদ্দিন শেখর ও রাবিপ্রবি’র ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা; মুগদা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন প্রধান প্রফেসর ড. সালমা আহমেদ ও আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি এর মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান কর্ণেল ড. জামাল পাশা চৌধুরী; ড. দিলরুবা আহমেদ ও ড. মোঃ লতিফুল বারী; প্রফেসর ড. কাজী নাদিম হাসান ও প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম; রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান ও রাবিপ্রবি টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসা. হাবিবা; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আবদুল খালেক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শ্রাবন্তী সাহা; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এ মজিদ ও রাবিপ্রবি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা।

আজকের কনফারেন্সে Diagnosis and Treatment of Emerging and Reemerging Infectious Disease in Animals and Agriculture; Drug Discovery and Development 1; Cancer and Diabetes; Containment of Antimicrobial Resistance; Infection Prevention, Biosafety and Biosecurity; Alternative Medicine and Natural Products in Human Animal and Environmental Health; Multidisciplinary Open Presentation- এই সাতটি মূল বিষয়ের উপর বিভিন্ন শিরোনামে প্রায় ৮৪টি গবেষণাপত্র উপস্থাপন করেন গবেষকবৃন্দ।

এ আইসিবিসি কনফারেন্সে স্বনামধন্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন: আইসিডিডিআরবি, সিডিআইএল, বিসিএসআইআর, বারডেম জেনারেল হাসপাতাল, ডিএআই গ্লোবাল, প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সুয়ো জি হাসপাতাল, ইনস্টিটিউট অব ন্যাচারাল রির্সোসেস রির্সাচ এন্ড ডেভেলাপমেন্ট (রাজশাহী) এর গবেষকগণ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয় , ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এর অধ্যাপক-গবেষক ও শিক্ষার্থীবৃন্দ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। উল্লেখ্য যে, রাবিপ্রবি’র শিক্ষার্থী-গবেষকদের ০৩টি গবেষণাপত্র উপস্থাপিত হয়। এসব গবেষণায় পার্বত্য অঞ্চলের এথনোমেডিসিনাল প্ল্যান্টস, কৃষিতে নবউদ্যোগ, বিভিন্ন প্রজাতির বৃক্ষের কীট ও রোগের প্রভাবের বিষয়গুলো উঠে আসে এসব গবেষণায়।

প্রতিটি গবেষণাপত্রে গবেষণার লক্ষ্য, উদ্দেশ্য, ফলাফল, প্রভাব এবং করণীয় বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়। বৈচিত্র্যময় বায়েসায়েন্সের গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ গুলোর মধ্যে পশুসম্পদ ও কৃষিতে ইমার্জিং ও রিইমার্জিং রোগসমূহ, কৃষিতে ইকোলজিক্যাল ডাইভার্সিটি, পশুসম্পদে সমস্যা, সম্ভাবনা ও করণীয়, ভাইরাল ও ব্যাকটেরিয়াল রোগসমূহ, বন্য ও পোষাপ্রাণীদের সংক্রামক রোগসমূহ, ক্যানসার-ডায়বেটিকসসহ বিভিন্ন রোগের ঔষধ ও ঔষধ শিল্পের উন্নয়ন, জনস্বাস্থ্য, হাসপাতালের বায়োসেফটি ও বায়োসিকিউরিটি ব্যবস্থাপনা, বঙ্গোপসাগরের মেরিন ফিশারিজ ব্যবস্থাপনা, শীপব্রেকিং শিল্প, ঔষধের বিকল্প পণ্য ও ঐতিহ্যবাহী ভেষজ ঔষধ শিল্প ইত্যাদি বিষয় উপস্থাপন, আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থী ও বিজ্ঞানীদের এক মিলনমেলায় পরিণত হয়।

এ কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইসিবিসি এর কো-চেয়ার ডা. চন্দন কুমার রায়। তিনি দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত অধ্যাপক ও গবেষকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিবিবিএস এর সূচনালগ্নের ইতিহাস ও করোনাকালে ল্যাব সেবা প্রদান করে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি রাবিপ্রবির’র সাথে ভবিষতে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিভিন্ন সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত গবেষকদের প্রতিষ্ঠানে কিংবা ল্যাবে রাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশীপ করার সুযোগ সৃষ্টি ও সহযোগিতার জন্য আহবান জানান। তিনি কনফারেন্সে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক এবং রাবিপ্রবি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পৃষ্ঠপোষক এবং মিডিয়া পার্টনারদের ধন্যবাদ জানান।

news

16 May 2025

রাবিপ্রবি’তে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভাল (আইসিবিসি)-এর উদ্বোধন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস) এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আজ ১৬ মে ২০২৫ তারিখ আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভাল (আইসিবিসি) এর উদ্বোধন হয়েছে। দুপুর ২:৩০ ঘটিকায় রাঙ্গামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রথমবারের মত বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভাল আয়োজন করতে পেরে শুধুমাত্র রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ই গর্বিত নয় পার্বত্য চট্টগ্রামের সবাই গর্বিত। এধরনের কনফারেন্স বিশ্ববিদ্যালয়কে পার্বত্য চট্টগ্রামের মানুষদের অপূরণীয় চাহিদা এবং বৈজ্ঞানিক উদ্ভাবনে নেতৃত্ব দিবে এ আশাবাদ ব্যক্ত করেন। আমরা পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ও সময় ব্যবস্থাপনার জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মনস্তত্ত্বের পরিবর্তন আনার চেষ্টা করছি। আমরা চাই শিক্ষার্থীদের মনস্তত্ত্বে সংকীর্ণতা না থাকুক এবং এ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখুক। বক্তব্যের শেষে তিনি কনফারেন্সের সকল মিডিয়া পার্টনার, পৃষ্ঠপোষক, গবেষক এবং অংশীজনদেরকে কনফারেন্স সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর প্লেনারী সেশনের প্রথম বক্তা হিসেবে ‘Innovations and Collaborations in Bioscience, Biosafety and Biosecurity for Sustainable Healthcare’ বিষয়ে আইসিডিডিআরবি বায়োসেফটি এর প্রধান ও বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটি এর সভাপতি ড. আসাদুল গণি বক্তব্য রাখেন। তিনি বলেন, টেকসই স্বাস্থ্যসেবা একটি বহুবিষয়ক পদ্ধতি (মাল্টিডিসিপ্লিনারি এপ্রোচ) শুধুমাত্র মেডিকেল সায়েন্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিসটিকস-সহ এধরনের সব ডিসিপ্লিন একসাথে জড়ো করে মানুষ এবং প্রাণীকূলের সামগ্রিক স্বাস্থ্যসেবা (ওয়ান হেলথ) নিশ্চিত করার জন্য কাজ করতে হয়। ২০২৫ সালে উন্নত বিশ্বে বায়োটেকনোলজি মাধ্যমে ল্যাব অটোমেশন চালু করছে- যেখানে বায়োসেফটি লেভেল ফোর নিশ্চিত করতে ল্যাব রোবট দিয়ে পরিচালনা করা হচ্ছে।

‘Natural Products in Drug Discovery: Challenges and Potential’ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মনিরা আহসান বক্তব্য রাখেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঔষধ আবিষ্কারে সঠিক উৎস নির্বাচনে নির্ভুলতা ও কার্যকারিতা নির্ধারণে কাজ করে। এআই অল্প সময়ের মধ্যে ঐতিহ্যবাহী জ্ঞান এবং ডাটাবেইজকে একত্রিত করে নতুন ঔষধ তৈরীতে সহায়তা করে।

এরপর গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, বাংলাদেশে মেধার অভাব নেই। পর্যাপ্ত গবেষণাগার এবং গবেষণা উপকরণের অভাব রয়েছে তাই বিজ্ঞানের চর্চায় যেসব বাধা রয়েছে সেগুলো দূর করে অব্যাহত রাখতে হবে। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার একটা সর্ম্পক গড়ে তুলতে হবে। ইন্ডাস্ট্রির প্রয়োজন নতুন উদ্ভাবন এবং আমাদের উদ্ভাবন করার জন্য আছে নতুন প্রজন্ম। এদের একটা সেতু বন্ধন যদি আমরা গড়তে পারি তাহলে আমরা এগিয়ে যাবো।

‘Food Security, Forestry, Bio-Blue Economy and Climate Mitigation:  A Possible New Platform for Development in The Chattogram Hill Tracts’ বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিমান বাংলাদেশের বিশিষ্ট জীন বিজ্ঞানী ও বহুব্রীহি ধানের আবিষ্কারক ড. আবেদ চৌধুরী বক্তব্য রাখেন। তিনি পার্বত্য চট্টগ্রামের খাদ্য সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এ অঞ্চলে সারাবছর খাদ্যশস্য উৎপাদন এবং একই ধান গাছ থেকে পাঁচবার ফসল আহরণ নিশ্চিত করতে পঞ্চব্রীহি ধান চাষের সম্ভবনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে আগর গাছ রোপণের মাধ্যমে এ অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন সম্ভব। এমুহূর্তে এ অঞ্চলটি মিথেন নির্গমনের হার প্রায় শূন্য- যা এ অঞ্চলের গর্বের বিষয়।

গেস্ট অব অনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা বলেন, এ অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে এবং বিশ্ববিদ্যালয় সম্প্রসারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা থাকবে যাতে এটি এখানকার জাতি নির্বিশেষে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ও উন্নত জীবিকা নিশ্চিত করবে। কাপ্তাই হ্রদ জীবিকার বিকল্প পথ সৃষ্টি করেছে। মৎস্য চাষের সুযোগ সৃষ্টির পাশাপাশি দুর্গম এলাকা থেকে ফলজ এবং বনজ পণ্য পরিবহনে সুযোগ তৈরী করেছে। মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি এর সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ রাকিবুল ইসলাম এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক ও আইসিবিসি’র সেক্রেটারি ড. নিখিল চাকমা ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে টেকনিক্যাল সেশনে চেয়ার ও কো-চেয়ার হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন উপস্থিত ছিলেন। এ-সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকগণ ‘Current Challenges in the Control and Eradication of Emerging and Reemerging Infectious Diseases in Humans’ বিষয়ে ছয়টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

news

13 May 2025

রাবিপ্রবি’তে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভাল (আইসিবিসি) বিষয়ে মিট দ্যা প্রেস

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আগামী ১৬-১৮ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য আর্ন্তজাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভাল (আইসিবিসি) এর সামগ্রিক বিষয়াদি ও প্রস্তুতি অবহিত করতে আজ ১৩ মে ২০২৫ তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় আইসিবিসি মিডিয়া এন্ড কমিউনিকেশন উপ-কমিটির উদ্যোগে রাঙ্গামাটি প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়।


রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে আগামী ১৬, ১৭ ও ১৮ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য তিনদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভাল এর প্রোগ্রামসূচি ও কনফারেন্সের লক্ষ্যে-উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়াদি বিস্তারিতভাবে তুলে ধরেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার এগার বছরের পথচলায় এক ইতিহাস তৈরীর সন্ধিক্ষণে উপনীত। শুধু রাবিপ্রবি নয় বরং গোটা পাহাড়ের ইতিহাসে প্রথমবারের মতো রাঙ্গামাটিতে আয়োজিত হতে যাচ্ছে International Conference and Bioscience Carnival 2025। যার মূল আয়োজনে রাবিপ্রবির সাথে থাকছে Bangladesh Biosafety and Biosecurity Society। আমাদের এ মহৎ প্রয়াস বিষয়ে আপনাদেরকে অবহিতকরণ এবং আপনাদের মাধ্যমে তা সমাজের নানান অংশীজনের সাথে অবহিত করাই আজকের এই মিট দ্যা প্রেসে’র মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভালে প্রায় ৩৫০ এর অধিক বিজ্ঞানী এবং গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন। তরুণ বিজ্ঞানীরা উপস্থাপন করতে যাচ্ছেন নতুন নতুন গবেষণা আইডিয়া এবং বাংলাদেশে বিজ্ঞান উন্নতিকল্পে থাকছে বিজ্ঞান বিতর্ক। সম্মেলনের প্রথমদিন ১৬ মে ২০২৫ তারিখ দুপুর ২:৩০ ঘটিকায় রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং একই মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ও বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান। এছাড়াও তিনদিনব্যাপী সম্মেলনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ( প্রাক্তন বিএসএমএমইউ) সম্মানিত উপাচার্য প্রফেসর ড. শাহিনুল আলমসহ বাংলাদেশের স্বনামধন্য আরো ছয়টি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যগণ উপস্থিত থাকবেন।

“Innovations and Collaborations in Bioscience, Biosafety and Biosecurity: Quest for a Sustainable Healthcare and Agricultural Perspective” বিষয়ক প্রতিপাদ্যকে ঘিরে আয়োজিত এই কনফারেন্সের প্লেনারী সেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের বিশিষ্ট জীন বিজ্ঞানী ও বহুব্রীহি ধানের আবিষ্কারক ড. আবেদ চৌধুরী, আইসিডিডিআরবি’র বায়োসেফটি প্রধান ড. আসাদুলগণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের স্বনামধন্য অধ্যাপক ড. মুনিরা আহসান। উদ্বোধনী দিনে “সাইন্স পলিসি ডায়ালগ” বিষয়ে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে । যার মূল লক্ষ্য হচ্ছে বিজ্ঞান গবেষণায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, দেশের নানামাত্রিক উন্নয়নে ও সমস্যা সমাধানে প্রায়োগিক গবেষণার প্রসার এবং গবেষণায় বেসরকারী প্রতিষ্ঠানসমূহকে সরাসরি সম্পৃক্তকরণ বিষয়ে মতামত গ্রহণ ও সুপারিশ প্রস্তুতকরণ।

কনফারেন্সের দ্বিতীয় এবং তৃতীয় দিনে, স্বাস্থ্য ও কৃষিতে ইনোভেশন বিষয়ে বাংলাদেশে যে গবেষণা হচ্ছে সেগুলোর ফলাফল উপস্থাপন ও তার প্রায়োগিক সম্ভাবনা বিষয়ক গবেষণাসমূহ উপস্থাপন করা হবে। নতুন বিজ্ঞানীদের সম্পৃক্ত করার এ মিশনে ওরাল এবং পোস্টার প্রেজেন্টেশন ছাড়াও নবীন বিজ্ঞানীদের জন্য থাকছে বায়োসায়েন্স কার্নিভাল- যেটিকে রিসার্চ আইডিয়া, ৩ মিনিট প্রেজেন্টেশন, ডিবেট ফর সায়েন্সের মতো অনবদ্য এবং আকর্ষণীয় ইভেন্ট দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও পাহাড়ে দীর্ঘ বছর ধরে চলা দেশজ চিকিৎসার সাথে যুক্ত ট্রেডিশনাল চিকিৎসকদের গল্পও থাকছে কার্নিভালে। তিনি আরো বলেন, এ কনফারেন্সের মাধ্যমে গবেষণার ফলাফল উপস্থাপন ছাড়াও রাবিপ্রবির সাথে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের একটি শক্ত কলাবোরেশনও গড়ে উঠবে এবং একই সাথে রাবিপ্রবি পাবে এক নতুন উচ্চতা দেশে ও বিদেশে।

তিনি মিডিয়া পার্টনার হিসেবে যেসকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ইতিমধ্যে কার্নিভালে যুক্ত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরো ধন্যবাদ জ্ঞাপন করেন এসকো বাংলাদেশ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, রাঙ্গামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, পার্কভিউ হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠানকে যারা এ আয়োজনের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি সম্পদ ও সম্ভাবনার এই বাংলাদেশ, বিশ্বের দরবারে নতুন আঙ্গিকে মাথা তুলে দাঁড়াবার এই সময়ে সাংবাদিকসহ সকল অংশীজনকে রাবিপ্রবির সাথে একসঙ্গে কাজ করার জন্য আহবান জানান।

প্রেস কনফারেন্সে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন জনাব ধীমান শর্মা, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা এবং রাঙ্গামাটিস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

news

08 May 2025

আগামীকাল ০৯ মে ২০২৫ খ্রি: তারিখে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আগামীকাল ০৯ মে ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার সকাল ১১:০০-১২:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। A ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিপ্রবি ক্যাম্পাস, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষা বিকাল ৩:০০-৪:০০ ঘটিকা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। A ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩,৪২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

উল্লিখিত তারিখে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষার সংবাদ সবিস্তারে প্রচার করার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করছি।

news

29 Apr 2025

রাবিপ্রবি’তে পেশায় নৈতিকতার চর্চা/ পেশাদারিত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল” (আইকিউএসি) এর আয়োজনে পেশায় নৈতিকতার চর্চা/ পেশাদারিত্ব বিষয়ে একটি সেমিনার আজ ২৯ এপ্রিল ২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণার কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং এর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

উক্ত সেমিনারে রাবিপ্রবি’র সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর কোর্স পরিচালক জনাব সূচনা আখতার এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি) জনাব মাহবুব আরা সেমিনারে উপস্থিত ছিলেন।

news

29 Apr 2025

রাবিপ্রবি’তে পেশায় নৈতিকতার চর্চা/ পেশাদারিত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল” (আইকিউএসি) এর আয়োজনে পেশায় নৈতিকতার চর্চা/ পেশাদারিত্ব বিষয়ে একটি সেমিনার আজ ২৮ এপ্রিল ২০২৫ খ্রি. রোজ সোমবার দুপুর ০২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণার কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং এর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

উক্ত সেমিনারে রাবিপ্রবি’র সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর কোর্স পরিচালক জনাব সূচনা আখতার এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি) জনাব মাহবুব আরা সেমিনারে উপস্থিত ছিলেন।

news

27 Apr 2025

রাবিপ্রবি’তে কর্মচারীদের (গ্রেড ১১-১৬) ‘অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন ও সময় ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে কর্মচারীদের জন্য অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন ও সময় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ আজ ২৬ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থী কর্মচারীদের কর্মদক্ষতা ও সময়ের ব্যবস্থাপনা বিষয়ক পদ্ধতিগত ও কৌশলগত বিষয়াদি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি কর্মচারীদের পেশাদারিত্ব বজায় রেখে সঠিক লক্ষ্য নির্ধারণ করে ব্যক্তিগত ও পেশাগত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার বিষয়ে আলোচনা করেন।

তিনি আরো বলেন, সঠিক জায়গায় সঠিক আচরণ করা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমেই একজন মানুষের র্স্মাটনেস প্রকাশ পায়। তাই একজন দক্ষ সময় ব্যবস্থাপক হতে হলে সবাইকে র্স্মাট হতে হবে। তিনি আরো বলেন,সময় ব্যবস্থাপনা বলতে বোঝায় সময়কে কার্যকরভাবে পরিচালনা করা যাতে সঠিক সময়ে সঠিক কার্য সম্পাদিত হয়।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দ্যেশে বলেন, সময়ের সঠিক ব্যবহার করতে হলে তিনটি বিষয়ে আলোকপাত করতে হবে বিষয়গুলো হচ্ছে প্রথমত লক্ষ্য নির্ধারণ করতে হবে দ্বিতীয়ত পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দৃঢ়তার সাথে টিকে থাকতে হবে। তিনি আরো বলেন, সময় ব্যবস্থাপনার মাধ্যমে পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধি পায়, সঠিক সময় ব্যবস্থাপনা পেশাগত ও মানসিক চাপ কমিয়ে ব্যক্তিজীবনকে সুন্দর করে তুলতে পারে।

প্রশিক্ষণে রাবিপ্রবি’র (গ্রেড ১১-১৬) সকল কর্মচারীগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর কোর্স পরিচালক জনাব সূচনা আখতার, রাবিপ্রবি'র উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি'র) জনাব মাহবুব আরা এবং একাডেমিক শাখার সেকশন অফিসার জনাব প্রসেনজিৎ ত্রিপুরা উপস্থিত ছিলেন।

news

24 Apr 2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আগামী ২৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। C ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিপ্রবি ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ ও একাডেমিক ভবন-২ এ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে ইতোমধ্যে একটি শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখিত তারিখে জিএসটি গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষার সংবাদ সবিস্তারে প্রচার করার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করছি।