All News
news

06 Feb 2025

রাবিপ্রবিতে এপ্রোচ রোড ও ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন

আজ ৬ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি: রোজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্লান অনুযায়ী একাডেমিক ভবন-১ এবং প্রশাসনিক ভবন-১ এর এপ্রোচ রোড ও ভূমি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন জনাব সূচনা আখতার, প্রক্টর জনাব সাদ্দাম হোসেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর  প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, আজ আমরা যে উদ্বোধন করলাম এক সপ্তাহের মধ্যে ভবনের নির্মাণ কাজের কর্মযজ্ঞ শুরু হবে। আগামী ২০২৬ সালের জুনের মধ্যে এ ভবনগুলোর কাজ সম্পন্ন হবে বলে আশা রাখি। তারমধ্যে একটি একাডেমিক ভবন, ১ টি প্রশাসনিক ভবন এবং ২টি ছাত্র ও ছাত্রী হল। এ ৪টি ভবন খুব দ্রুত মাথা উঁচু করে দাঁড়াবে। যারা এ প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের সামনের যাত্রায় প্রতিদিন যে ছোট ছোট উদ্যোগগুলো নিচ্ছি সেগুলো বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে চাই। এই বিশ্ববিদ্যালয়ে যে খরা বিরাজ করেছে তা সবার সমন্বিত কাজের মাধ্যমে দ্রুত দূর হয়ে যাবে। উন্নয়নের স্বার্থে আমরা সকল শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে পারস্পারিক সম্পর্ক বজায় রেখে এ বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাবো।

news

05 Feb 2025

রাবিপ্রবিতে শিক্ষা বৃত্তি নীতিমালা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার আয়োজনে আজ ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ৩:৩০ ঘটিকায় মুক্তিযুদ্ধ কর্ণারের সভাকক্ষে রাবিপ্রবি'র শিক্ষা বৃত্তি নীতিমালা প্রণয়ন এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড টেকনোলোজি অনুষদের ডিন জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব আহমেদ ইমতিয়াজ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোসাঃ হাবিবা, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার জনাব মাহবুব আরা এবং অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক জনাব রাসকিন চাকমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

news

05 Feb 2025

রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শুরু

আজ ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় রাবিপ্রবি'র কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজনে রাবিপ্রবি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, খেলাধূলার মাধ্যমে একজন শিক্ষার্থী বিভিন্ন অসুস্থ জিনিস থেকে দূরে থাকতে পারে। যে যতবেশি খেলাধূলায় মনোযোগ দেয় সে ততবেশি বিভিন্ন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সেজন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবার নানা ইতিবাচক ভূমিকার মাধ্যমে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে সমাজের প্রতিটা মানুষের কাছে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে সবার সাথে ভালো আচরণ করতে হবে। সবার সাথে ইতিবাচক চর্চা করে ভালো কাজে মনোনিবেশ করতে হবে। যেন মানুষ বুঝতে পারে রাবিপ্রবি'র শিক্ষার্থীরা ইতিবাচক চর্চায় এগিয়ে যাচ্ছে।

আজ উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বনাম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের ফুটবল খেলা শুরু হয়েছে।

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের ফুটবল এবং ছাত্রীদের হ্যান্ডবল খেলা চলবে । আগামী ১৮ ফেব্রুয়ারি ছাত্রীদের হ্যান্ডবল খেলার ফাইনাল এবং ছাত্রদের ফুটবল খেলার ফাইনাল ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

news

30 Jan 2025

রাবিপ্রবি'তে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে প্রফেশনাল সিভি রাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “Campus to Corporate” প্রতিপাদ্যে প্রফেশনাল সিভি রাইটিং বিষয়ক প্রশিক্ষণ সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ধীমান শর্মা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা এবং প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে কর্পোরেট আস্ক এর ফাউন্ডার ও সিইও জনাব নিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যারিয়ার ক্লাবের মডারেটর সাদ্দাম হোসেন ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের আহবায়ক জনাব আলিফ সাঈদ ফাতিক।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, একজন শিক্ষার্থী যখন চাকরির বাজারের জন্য বের হবে তখন তাকে সব কিছু প্রস্তুত হয়ে থাকতে হবে। তবেই তিনি একজন সফল হিসেবে বিবেচিত হবেন। যোগ্যতা, সততা এবং কঠোর পরিশ্রমী হলে তাদের চাকরি অভাব হবেনা। সিভি রাইটিং নিয়ে সেমিনার আয়োজনের জন্য তিনি রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, এই ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির বাজারে সারা বিশ্বে রাবিপ্রবিকে উচ্চ শিখরে নিয়ে যাবে এবং এ বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করতে সাহায্য করবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সদস্য ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাভাগের শিক্ষার্থী মো: রাকিবুল হাসান।

রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

29 Jan 2025

রাবিপ্রবি'তে জনতা ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট সকল গ্রাহককে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসির এটিএম বুথ আজ সকাল ১১ঃ০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে উদ্বোধন করা হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এটিএম বুথ উদ্বোধন করেন।

এসময় রাবিপ্রবি সায়েন্স এন্ড টেকনোলোজি অনুষদের ডিন জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, জনতা ব্যাংক পিএলসি (চট্টগ্রাম) এর জেনারেল ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক (ইন-চার্জ) শফিউল আলম, বিভাগীয় কার্যালয়ের এসপিও হোসাইন আকতার রাফি, আমির মার্কেট শাখা, চট্টগ্রাম এর ব্যবস্থাপক জনাব মোহাম্মদ জোবায়ের, জনতা ব্যাংক পিএলসি (রাঙ্গামাটির) এর জনাব অতীশ চাকমা এবং বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সহকারী পরিচালক জনাব রাসকিন চাকমাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, জনতা ব্যাংকের মাধ্যমে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যেন সকল সেবা দ্রুত পেতে পারে সেজন্য আমরা জনতা ব্যাংকের কাছে আস্থা রাখতে চাই। তিনি সেই সাথে এই এলাকার জনসাধারণ যেন এই ব্যাংকের সুযোগ-সুবিধা ও সুফল যেনো গ্রহণ করতে পারে জনতা ব্যাংকের প্রতিনিধিদের কাছে এই আশা ব্যক্ত করেন ।

জেনারেল ম্যানেজার বিশ্ববিদ্যালয়ে দ্রুত ব্যাংকের শাখা স্থাপন এবং স্টুডেন্টের জন্য ই-ব্যাংকিং সার্ভিস চালু করার জন্য ভাইস-চ্যান্সেলর মহোদয়কে আশ্বাস প্রদান করেন । তিনি বলেন, আমরা আমাদের ই-ব্যাংকিং সেবার জন্য ই-ওয়ালেট এপ্স চালু করার কাজ করছি। আমরা আশা করি আগামী কয়েক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ সেবার মাধ্যমে ঘরে বসে তাদের যাবতীয় ফিস প্রদান করতে পারবে।

22 Jan 2025

রাবিপ্রবি’তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আজ সকাল ১১:০০ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

রাবিপ্রবি’র সাথে সাংবাদিকদের সম্পৃক্ত করতে এবং রাবিপ্রবি’র প্রশাসনিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জানাতে মাননীয় ভাইস-চ্যান্সেলর সকলকে রাবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানান এবং ভবিষ্যতে একসাথে রাবিপ্রবি’র কল্যাণে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সাংবাদিকদের কাছে তাঁর দুটো যোগ্যতা- অনুপ্রাণিত করার প্রবণতা এবং প্রতিশ্রুতিবদ্ধতা- কথা তুলে ধরেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ বছররের শিক্ষকতা ও গবেষণা করার শিক্ষা ও অভিজ্ঞতার সবটুকু রাবিপ্রবি’র জন্য কাজে লাগানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সামনের দিনে এ বিশ্ববিদ্যালয়কে আমাদের সবার বিশ্ববিদ্যালয় মনে করে আমরা সারা দেশের মানুষের কাছে শিক্ষা, গবেষণা ও সম্প্রীতির বিশ্ববিদ্যালয় হিসেবে তুলে ধরার জন্য কাজ করার অঙ্গীকার করেন।

তিনি আরো বলেন, “এ বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফরমেশনাল ম্যানেজমেণ্ট ও লিডারশীপ দেখতে চাই, যেখানে আমারা সবাই লিডার। আমরা সবাই একাডেমিক লিডার হতে চাই। এটাই ট্রান্সফরমেশনাল লিডারশীপ- আমরা সবাই টীম মেম্বার। আমরা সবাই সবাইকে যেন একরকম ভাবতে পারি।”

উপস্থিত সাংবাদিকগণ পাহাড় প্রকৃতির সৌন্দর্য বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, শিক্ষক সঙ্কট নিরসন, লোকবল নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তির বিষয়ে পার্বত্য চট্টগ্রামের স্থানীয়দের অগ্রাধিকার, বিশ্ববিদ্যালয়ের হলসমূহে র‌্যাগিং না-হওয়া প্রভৃতি বিষয়ে প্রস্তাব তুলে ধরেন।

পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার অগ্রবর্তী সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদ তাঁর জীবনকথা আবেগময় ভাষায় তুলে ধরেন এবং এ অঞ্চলে সাংবাদিকতার প্রতিবন্ধকতার কাটিয়ে কিভাবে সাংবাদিকতাকে এগিয়ে নেন তার বর্ণনা দেন। তিনি সকল সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সাথে কাজ করার পাশাপাশি পেশাগত আদর্শের সাথে বর্তমান সময়ের চিন্তা-চেতনার প্রতিফলন দেখতে চান। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেন।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক জনাব আনোয়ার আল হক সবার পক্ষ থেকে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয়কে ধন্যবাদ জানান এবং তাঁরা এ অঞ্চলের ও বিশ্ববিদ্যালয়ের প্রবাহমান ঘটনাবলী তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

রাঙ্গামাটি রিপোর্টার ইউনিটির সভাপতি জনাব সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক সমিতি সভাপতি এবং রাবিপ্রবি সাংবাদিক সমিতির সাংবাদিকসহ প্রায় পঞ্চাশ জনের অধিক রাঙ্গামাটি স্বনামধন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ তাঁদের মতামত ও প্রস্তাবনা ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন। পার্বত্য অঞ্চলে এ বিশ্ববিদ্যালয় জ্ঞান ও গবেষণার আলো ছড়িয়ে এ অঞ্চলের সুনাম দেশ- বিদেশে ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব মোসাঃ হাবিবা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর এবং জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ সাইফুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনায়ন্য শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুচিন্তিত মতামত প্রদান করার জন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ দিয়ে এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করেন।

22 Jan 2025

রাবিপ্রবি’তে স্থানীয় প্রশাসনের অফিস প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আজ সকাল ১১:০০ ঘটিকায় রাঙ্গামাটির স্থানীয় প্রশাসনের অফিস প্রধান ও তাঁদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। সভার শুরুতে তিনি সকলকে বিশ্ববিদ্যালয়কে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য কৌশলগত কর্মপন্থার বিভিন্ন দিক তুলে ধরেন। আগামী বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ছাত্র-ছাত্রী হল নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির জটিলতা নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরও বলেন, রাঙ্গামাটি শহরে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়াতের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচলের অসুবিধা সমূহ চিহ্নিত করে তা সমাধানের জন্য সংশ্লিষ্টজন ও অফিসের সহায়তা প্রত্যাশা করেন এবং শহরের প্রয়োজনীয় রাস্তায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানের দিক নির্দেশক সাইনবোর্ড স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতা আশা করেন। উপস্থিত অফিস প্রধান এবং প্রতিনিধিবৃন্দ উত্থাপিত বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন ও ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব নাসরীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদ খান, এনএসআই এর উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান, এনএসআই এর যুগ্ম-পরিচালক জনাব মাহমুদ হোসেন, রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মোঃ সাহেদ উদ্দিন, ৪১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এর মেডিকেল অফিসার মেজর আশিকুর জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি এর নির্বাহী প্রকৌশলী জনাব বিজক চাকমা, সিনিয়র সহকারী প্রকৌশলী জনাব মোহাম্মদ আনোয়ার পারভেজ, সহকারী প্রকৌশলী জনাব আলো জ্যোতি চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গবেষণা কর্মকর্তা জনাব কাইংওয়াই ম্রো উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা, ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর, সংস্থাপন-১ শাখার উপ-রেজিস্ট্রার জনাব অনিল জীবন চাকমা, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম এবং রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উভয় পক্ষ আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও দেশে বিদেশে এর সুনাম ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে সবাইকে ধন্যবাদ দিয়ে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করেন।

22 Jan 2025

রাবিপ্রবিতে “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষা বৃত্তি” বিষয়ক সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার আয়োজনে আজ ২১ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ২:৩০ ঘটিকায় মুক্তিযুদ্ধ কর্ণারের সভাকক্ষে রাবিপ্রবি'র প্রথম ভাইস চ্যান্সেলর “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষাবৃত্তি” নামে একটি বৃত্তি চালু করার জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড টেকনোলোজি অনুষদের ডিন জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোসাঃ হাবিবা, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার জনাব মাহবুব আরা এবং ড. প্রদানেন্দু বিকাশ চাকমার বড় ভাই অঙ্গনা রঞ্জন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষাবৃত্তি চালুর ব্যাপারে খসড়া নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলে এ শিক্ষা বৃত্তিটি চালু করার ব্যাপারে দ্রুত চালু করার জন্য মতামত ব্যক্ত করেন।

13 Jan 2025

RMSTU Vice Chancellor attended "3rd International Conference on Advancment of Life Sciences 2025" as Special Guest
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান ১২/০১/২০২৫ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস অনুষদের উদ্যোগে আয়োজিত “3rd International Conference on Advancment of Life Sciences 2025” শীর্ষক সম্মেলনের দ্বিতীয় দিনের প্লেনারি সেশনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনের সায়েন্টিফিক সেশনে তিনি "Functional foods noncommunicable diseases: data-driven evidences to challenge a paradigm-shift" বিষয়ে ইনভাইটেড স্পিকার হিসাবে বক্তব্য উপস্থাপন করেন।

সেশন শেষে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ মহোদয়ের সাথে একান্ত সাক্ষাত করেন এবং গবেষণা উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।