রাবিপ্রবি’র মাস্টার প্ল্যানের চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত

Publish Date: 18 Sep 2025 10:15:51 AM

রাবিপ্রবি’র মাস্টার প্ল্যানের চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রীঃ তারিখ বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় প্রশাসনিক ভবন-১ এর  সম্মেলন কক্ষে রাবিপ্রবি’র মাস্টার প্ল্যানের চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর।

এছাড়া ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রহিম উদ্দীন, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামশেদ আলম পাটোয়ারী, রাবিপ্রবি'র বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যানগণ,  শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী জনাব বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, রাঙ্গামাটি, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর টিম লিডার জনাব মুকতাসিন মাহমুদ খান, রাবিপ্রবি মাস্টার প্ল্যান কমিটির সদস্য প্রকৌশলী জনাব মো: দেলোয়ার হোসেনসহ রাবিপ্রবি'র বিভিন্ন বিভাগের শিক্ষক, রাবিপ্রবি'র প্রকৌশলীগণ, বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ এবং নির্মাণাধীন প্রশাসনিক, একাডেমিক, ছাত্র ও ছাত্রী হলের ঠিকাদার ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভায় রাবিপ্রবি ক্যাম্পাসের ‘মাস্টার প্ল্যান’ প্রকল্পের চূড়ান্ত থ্রি-ডি লে-আউটসহ একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র হল, ছাত্রী হলসহ যাবতীয় অবকাঠামো সম্পর্কে  পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন শেলটেক প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধিগণ। সভায় মাস্টার প্ল্যান অনুযায়ী ক্যাম্পাসে অবকাঠামো নির্মাণের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।