রাবিপ্রবি’তে ‘অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Publish Date: 18 Sep 2025 10:28:08 AM

রাবিপ্রবি’তে ‘অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মচারীদের (১৭-২০ গ্রেড) জন্য ‘অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন’ বিষয়ক কর্মশালা আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বুধবার বিকাল ০৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি কর্মচারীদেরকে বাস্তব ও কর্ম জীবনের বিভিন্ন উদাহরণ দিয়ে সময় ব্যবস্থাপনা, যোগাযোগ, শ্রবণ, বিশ্লেষণী, লেখনী ও অনুধাবনের দক্ষতা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি কর্মজীবনের উন্নয়নের জন্য সবাইকে প্রতিনিয়ত নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার বিষয়ে আলোচনা করেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, কর্মক্ষেত্রে বিশ্লেষণী দক্ষতাকে কাজে লাগিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিবেশ ও পরিস্থিতি যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।