Publish Date: 18 Sep 2025 10:28:56 AM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকদের জন্য ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ১২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নতির জন্য শিক্ষকবৃন্দকে শক্তভাবে মূল্যবোধ, নিয়ম ও শৃঙ্খলা রক্ষায় কাজ করার আহবান জানান। আগামী ২০২৬ সালের জুন মাসের মধ্যে আমাদেরকে চারটি ভবন (প্রশাসনিক, একাডেমিক, ছাত্র ও ছাত্রী হল) হস্তান্তর করা হলে বিশ্ববিদ্যালয়ে আরো পরিবর্তন হবে। তিনি শিক্ষকবৃন্দকে এই প্রশিক্ষণ থেকে সফট স্কিল- উপস্থাপনা দক্ষতা, ব্যবস্থাপনাগত দক্ষতা, নেতৃত্বের দক্ষতা রপ্ত করে একাডেমিক লিডার হওয়ার আহবান জানান। তিনি প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দকে ডি-নথি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ দ্রুততার সাথে সম্পাদনের জন্য উৎসাহিত করেন।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার টু ইনোভেট (a2i) এর জুনিয়র কনসালটেন্ট জনাব মোঃ সাব্বির আহমেদ। তিনি ‘ডি-নথি’ সিস্টেমে আইডি খোলা থেকে নথি নম্বর প্রদান, উপস্থাপন ও অনুমোদনসহ দাপ্তরিক কাজে এর ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।