Publish Date: 24 Sep 2025 04:59:48 AM
এসময় বিশেষ অতিথি হিসেবে ডগলাস এ কম্পেল ফাউন্ডেশন এর সভাপতি ভেনা: মুজিন সুনিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ভেনা: শ্রদ্ধা লংকার মহাথেরো এবং স্বাগত বক্তব্য রাখেন মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব অশোক কুমার চাকমা।
নবীনদের উদ্দেশ্য মাননীয় ভিসি বলেন, একজন শিক্ষার্থীর তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভংগি। শুধু একাডেমিক সার্টিফিকেট অর্জনে একজন শিক্ষার্থী জীবনে সাফল্য লাভ করতে পারেনা। সেজন্য তাকে এই তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে। সেই সাথে সফট স্কিল প্রতিটি শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সামনে নিজেদের রাঙামাটি এবং এই এলাকার কমিউনিটিদের এগিয়ে নিতে হলে তোমাদের মত নবীনদের অনেক দায়বদ্ধতা রয়েছে। নিজেদের মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে তোমাদের সামনে উচ্চ শিক্ষার দ্বারে পৌঁছাতে নিজেদেরকে তৈরি করতে হবে। সেজন্য সামর্থ্যের সবটুকু উজার করে দিতে হবে। নিজের শেকড়কে ভুলে গেলে চলবেনা। যে প্রতিষ্ঠান ও যে এলাকা তোমাদের বড় করে তুলেছে, সে প্রতিষ্ঠান ও এলাকাকে ভালবাসতে হবে এবং সেবার জন্য সেখানে ফিরে আসতে হবে। এছাড়া তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত তরুণরা যেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করে সে দিকে খেয়াল রাখার আহবান জানান।