Publish Date: 24 Sep 2025 11:01:36 AM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক এক সেমিনার আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি কর্মচারীদেরকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় যথার্থতা, সুস্পষ্টতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখার জন্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস, আর্থিক বিধিবিধান বিষয়ে জ্ঞান অর্জন ও তা কর্মক্ষেত্রে প্রয়োগ করার আহবান জানান।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির ডিস্ট্রিক একাউন্ট এন্ড ফিন্যান্স অফিসার জনাব গিয়াসউদ্দীন চৌধুরী। তিনি আর্থিক ব্যবস্থাপনার মূল বিষয়সমূহ- পরিকল্পনা, বাজেট প্রণয়ন, সঞ্চয়, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, আয়কর ব্যবস্থাপনা, জেনারেল ফিন্যান্সিয়াল রুলস, রাষ্ট্রীয় ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ এবং এ চ্যালেঞ্জসমূহ উত্তরণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।