Publish Date: 16 Nov 2025 05:25:33 AM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ষান্মাসিক বার্তা ‘রাবিপ্রবি ডট ইনফো’ এর মোড়ক আজ ১৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সম্মুখে উন্মোচন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। রাবিপ্রবি’র কার্যক্রম নিয়ে প্রথম প্রকাশনা হিসেবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এর গুনগতমান বজায় রাখতে; আজকে যে যাত্রা শুরু হলো তা ভবিষ্যতে আরো তথ্যবহুল ও সুন্দর আঙ্গিকে প্রকাশিত হবে এ প্রত্যাশা করছি। আমাদের শিক্ষার্থীরা এটি পড়বে এবং আগামীতে তাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য বুদ্ধিবৃত্তিক কাজের সাথে, ভালো কাজের সাথে যুক্ত থাকবে। ভালো কাজের সাথে আমরা সবাই একত্রে থাকবো। পাহাড়ের উচ্চশিক্ষার পথে এটি একটি মাইলফলক তৈরি করলো এবং অনবদ্য এ চলার জন্য, গল্প তৈরি করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মাননীয় ভাইস-চ্যান্সেলর এ অনাড়ম্বর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আশবাদ ব্যক্ত করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান, পরিচালকগণ (ভারপ্রাপ্ত), হলের প্রভোস্ট, প্রক্টরসহ দপ্তর প্রধানগণ এবং বিভিন্ন বিভগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।