Publish Date: 24 Nov 2025 11:08:44 AM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের গবেষণা খাতের অধীন অনুমোদিত গবেষণা প্রকল্পের বিপরীতে গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদান করা হয়। অনুষ্ঠানটি রাবিপ্রবি’র রিসার্চ এন্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল (আরআইএমসি) এর উদ্যোগে আজ ২৪ নভেম্বর ২০২৫খ্রি. তারিখ সকাল ৯:০০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের ১৩ জন শিক্ষককে তাদের গবেষণা প্রকল্পের বিপরীতে মোট একত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকার আর্থিক গবেষণা-অনুদান প্রদান করা হয়। সন্মানিত গবেষকবৃন্দ হলেন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব ও প্রভাষক জনাব মোঃ ছায়েদুল আমিন; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম ও সহকারী অধ্যাপক জনাব মোঃ মাঈনুদ্দিন; ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন, প্রভাষক ড. মুহাম্মদ ফররুখ রহমান, প্রভাষক জনাব মোহাম্মদ এজাজুল ইসলাম, প্রভাষক জনাব সিফাতুন নুর ও জনাব কেয়া চাকমা; এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব জি এম সেলিম আহমেদ।
উক্ত অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ তাদের গবেষণা প্রকল্পের মেথোডলজি, গবেষণার উদ্দেশ্য-পরিধি, তথ্য-উপাত্ত সংগ্রহ পদ্ধতিসহ গবেষণা প্রকল্পের সংশ্লিষ্ট বিষয় উপস্থাপন করেন। পরিশেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, চলমান এই গবেষণা প্রকল্পসমূহ সম্পন্ন হলে গবেষণাপত্রগুলো অনুরুপ গবেষণাক্ষেত্রে জাতীয় পর্যায়ের গবেষণায় অবদান রাখবে। বিশেষত কাপ্তাই লেকের মৎস্য সম্পদ উন্নয়ন, আহরণ ও বিপণন সম্পর্কে নতুন জ্ঞান-প্রকৌশল-প্রযুক্তি বিকাশে সহায়তা করবে। তিনি শিক্ষকবৃন্দকে বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ সৃষ্টি, একাডেমিক সততা বজায় রেখে গবেষণা পরিচালনা, রাবিপ্রবি'র সুনাম ও র্যাঙ্কিং বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানটির আহবায়ক ও আরআইএমসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং আরআইএমসি’র উপ-পরিচালক জনাব মহিম-আল-মহিউদ্দীন উপস্থিত ছিলেন।