রাবিপ্রবি’তে ‘Institutional Integrity and Outcomes’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Publish Date: 24 Nov 2025 11:09:22 AM

রাবিপ্রবি’তে ‘Institutional Integrity and Outcomes’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘Institutional Integrity and Outcomes’ বিষয়ক একটি প্রশিক্ষণ আজ ২৪ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ১১:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি Institutional Integrity and Outcomes বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এর তাত্ত্বিক ও প্রকৌশলগত দিকগুলো তুলে ধরেন। এছাড়াও তিনি শিক্ষকবৃন্দকে প্রাতিষ্ঠানিক বিধি-বিধান, সততা-নৈতিকতা ও পেশাগত শিষ্টাচার মেনে স্বীয় দায়িত্ব-কর্তব্য পালন করার আহবান জানান। পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতার বিষয়াদি স্মরণে রেখে অত্র অঞ্চলের ও সমাজের জন্য কাজ করার উৎসাহ প্রদান করেন। তিনি সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহনশীলতা এবং বোঝাপড়ার তথা ঐক্যের পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি শিক্ষকবৃন্দকে একাডেমিক পরিবেশ, পেশাদারি আচরণ, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ইতিবাচক কাজের প্রশংসা করার মনোভাব ও পেশাগত গোপনীয়তা বজায় রাখার জন্য বিশেষভাবে আহবান জানান এবং ভবিষ্যতের একাডেমিক লিডার হওয়ার জন্য উৎসাহিত করেন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।